এস এম রবিউল ইসলাম রুবেলঃ
ফরিদপুরের বোয়ালমারীতে ফসলি জমির পাশে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে শেখর ইউনিয়নের বয়ড়া বামনগাতী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
সরেজমিন ও আদালত সূত্রে জানা যায়, বিএনপি নেতা মুকুল মিয়া তার নিজস্ব জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। তিনি এ কাজটি যৌথভাবে পরিচালনা করতেন শেখর গ্রামের দুই বালু ব্যবসায়ী—তিলাপ শেখ ও জামাল শেখের সঙ্গে। তারা একত্রে মেশিন ভাড়া নিয়ে মাঠের পাশের নালা থেকে বালু তুলছিলেন বলে জানা যায়।

এ বিষয়ে বিএনপি নেতা মুকুল মিয়া বলেন, “ড্রেজার নষ্ট করেছে ইউএনও, তবে এতে কিছু করার নেই।”
অভিযান পরিচালনাকারী ইউএনও তানভীর হাসান চৌধুরী বলেন, “সংবাদের ভিত্তিতে জানতে পারি, শেখর এলাকার একটি মাঠ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। ঘটনাস্থলে গিয়ে মেশিন জব্দ করা হয়। মালিক বা শ্রমিকদের কাউকে পাওয়া যায়নি। পরে পাইপ ধ্বংস করে মেশিন পানিতে তলিয়ে দেওয়া হয়। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
এস এম রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার 





















