হানিফ উদ্দিন সাকিবঃ
নোয়াখালী জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন শাক-সবজির (উফশী ও হাইব্রিড বীজ) এবং রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার আব্দুল বাছেদ সবুজের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আলা উদ্দিন । উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুবাস চন্দ্র পাল, উপ সহাকরী কৃষি কর্মকর্তা আলতাফ হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো: দাউদ,সহকারী কৃষি কর্মকর্তা মো: রহমত উল্যাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়নের কৃষকও কৃষাণী।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন শাকসবজির আবাদ বৃদ্ধির জন্য ৪৪০ জন কৃষককে উফশী সবজি বীজ বিনামূল্যে প্রদান করা হবে। প্রতিজন কৃষক বেগুন-৮ গ্রাম, পালংশাক- ১০০ গ্রাম, লালশাক- ১৪২ গ্রাম, মটরশুটি- ২০ গ্রাম, লাউ- ৩০ গ্রাম, মুলা-১০০ গ্রাম, বাটিশাক- ১০০ গ্রাম বীজ পাবেন।
এছাড়াও ১০০ জন কৃষক কে ২০০গ্রাম হারে হাইব্রিড লাউ বীজ ও ১৯০ জন কৃষককে ৪০ গ্রাম হারে হাইব্রিড বেগুন বীজ,১৭০ জন কৃষক কে ৬০ গ্রাম হারে হাইব্রিড মিষ্টি কুমড়ার বীজ, ১৭০ জন কৃষককে ৪০ গ্রাম হারে হাইব্রিড শসার বীজ ও ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার প্রাপ্ত হবেন।
কৃষি কর্মকর্তারা জানান, এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকরা আগাম শীতকালীন সবজি চাষে আরও উৎসাহিত হবেন। ফলে স্থানীয়ভাবে সবজি উৎপাদন বৃদ্ধি পাবে এবং বাজারে সবজির যোগানেও ইতিবাচক প্রভাব পড়বে।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 





















