মানিক কুমার দাসঃ
” আমি কন্যাশিশু, স্বপ্নগড়ী,সাহসে লড়ি,চেতনায় দেশ গড়ি” এই প্রতিপাদ্য ফরিদপুরে পালিত হল জাতীয় কন্যাশিশু দিবস। দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল ১০ টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সোহরাব হোসেন।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মাসউদা হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন,সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান।
মুক্ত আলোচনায় অংশ নেন ব্লাস্টের জেলা সমন্বয়কারী এ্যাড.শিপ্রা গোস্বামী,নারী নেতৃ হিরুন্নাহার, আশরাফুন্নাহার শিবলী,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নাইমা আক্তার,জিলা স্কুলের ছাত্র ইব্রাহিম আদম।
সভায় বক্তারা বলেন,আমাদের সমাজে মেয়েরা নানা ভাবে এগিয়ে যাচ্ছে, মেডিকেলে প্রশাসনে সর্ব ক্ষেত্রে এখন মেয়েদের অংশগ্রহণ বেশি দেখা যাচ্ছে। তবে এখনো পরিবারে কন্যাশিশুদের অবহেলার চোখে দেখা হচ্ছে।
ছেলেকে নিয়ে নিয়ে একটি পরিবার অনেক স্বপ্ন দেখে, কিন্তু কন্যার ক্ষেত্রে তা দেখে না। আমাদের সমাজে অর্ধেক নারী,তাদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন করা সম্ভব না। সভায় মহিলা সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 





















