মোক্তার হোসেনঃ
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে গতকাল ৭ই অক্টোবর “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে” ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী, ভিডিও প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জানা যায়, মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভিডিও প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রথ্বীজ কুমার দাস ও পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহাঃ জাহাঙ্গীর হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
পাংশা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ও পাংশা উপজেলা খাদ্য কর্মকর্তা একেএম শাহনেওয়াজসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার 





















