ঢাকা , রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মধুখালীতে প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আরিফুল মিয়াঃ

 

ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু। এ সময় বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল মেল্ল্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

লিখিত বক্তব্যে উদ্যোক্তা নাজমুল বিশ্বাস জানান, জীবিকার তাগিদে তিনি ২০১২ সালে সিঙ্গাপুরে প্রবাস জীবন শুরু করেন। পরে ২০১৬ সালে দেশে ফিরে এসে ২০১৭ সালে আবারও জীবিকার তাগিদে ওমানে পাড়ি জমান। দীর্ঘদিন কর্মজীবন শেষে ২০২১ সালে দেশে ফিরে এসে একটি গরুর ফার্ম এবং ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ব্যবসা শুরু করেন।

 

তিনি অভিযোগ করে বলেন, গত ২৬ সেপ্টেম্বর একটি অনলাইন ফেসবুক পেজে তাঁকে নিয়ে বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদে তাঁকে হুন্ডি ব্যবসায়ী ও মাদকের কারবারি হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য। শুধু তাই নয়, তাঁকে এবং তাঁর আরও দুই ভাইকে নিয়েও অপপ্রচার চালানো হয়েছে।

 

নাজমুল বিশ্বাস আরও জানান, তাঁর ভাই ইমামুল ইসলাম মামুন ২০১৩ সাল থেকে মালয়েশিয়ায় প্রবাস জীবনযাপন করছেন এবং এখনও সেখানেই অবস্থান করছেন। তারপরও তাঁদের তিন ভাইকে মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় তিনি বিস্ময় প্রকাশ করেন।

 

সংবাদ সম্মেলনে নাজমুল বিশ্বাস এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক শহিদুল ইসলাম কে মনোনয়ন দিলে বিপুল ভোটে বিএনপি’র বিজয় হবে

error: Content is protected !!

মধুখালীতে প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :

আরিফুল মিয়াঃ

 

ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু। এ সময় বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল মেল্ল্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

লিখিত বক্তব্যে উদ্যোক্তা নাজমুল বিশ্বাস জানান, জীবিকার তাগিদে তিনি ২০১২ সালে সিঙ্গাপুরে প্রবাস জীবন শুরু করেন। পরে ২০১৬ সালে দেশে ফিরে এসে ২০১৭ সালে আবারও জীবিকার তাগিদে ওমানে পাড়ি জমান। দীর্ঘদিন কর্মজীবন শেষে ২০২১ সালে দেশে ফিরে এসে একটি গরুর ফার্ম এবং ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ব্যবসা শুরু করেন।

 

তিনি অভিযোগ করে বলেন, গত ২৬ সেপ্টেম্বর একটি অনলাইন ফেসবুক পেজে তাঁকে নিয়ে বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদে তাঁকে হুন্ডি ব্যবসায়ী ও মাদকের কারবারি হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য। শুধু তাই নয়, তাঁকে এবং তাঁর আরও দুই ভাইকে নিয়েও অপপ্রচার চালানো হয়েছে।

 

নাজমুল বিশ্বাস আরও জানান, তাঁর ভাই ইমামুল ইসলাম মামুন ২০১৩ সাল থেকে মালয়েশিয়ায় প্রবাস জীবনযাপন করছেন এবং এখনও সেখানেই অবস্থান করছেন। তারপরও তাঁদের তিন ভাইকে মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় তিনি বিস্ময় প্রকাশ করেন।

 

সংবাদ সম্মেলনে নাজমুল বিশ্বাস এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।


প্রিন্ট