আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
বিদ্যালয়ের শিক্ষার্থীদের সততা শেখাতে ফরিদপুরের আলফাডাঙ্গায় সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বেজিডাঙ্গা কাজী আমেনা ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ে এ স্টোর উদ্বোধন করা হয়েছে।
বিদ্যালয় কর্তৃক আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান মাসুদ।
সততা স্টোর উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন:
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলফাডাঙ্গা উপজেলা কমিটির সভাপতি ডা. প্রফুল্ল কুমার বালা,
সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু,
আলফাডাঙ্গা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশারফ হোসেন,
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন,
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান মাসুদ বলেন, “শিক্ষার্থীদের ছোটবেলা থেকে সৎ পথে চলার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে আমাদের এ প্রচেষ্টা।”
বিদ্যালয়ের স্থাপিত সততা স্টোরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ নানা পণ্যে দাম লেখা থাকবে। তবে এখানে কোনো বিক্রেতা থাকবে না।
যে যার প্রয়োজনমতো পণ্যটি নিয়ে নিজ দায়িত্বে নির্ধারিত বক্সে দাম দিয়ে যাবে। এসব শিশুই ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে।
এভাবে ছোট থেকে সততার প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে দেশ দুর্নীতিমুক্ত হবে বলেও আশা প্রকাশ করেন প্রধান শিক্ষক মনিরুজ্জামান মাসুদ।
প্রিন্ট