মানিক কুমার দাসঃ
ফরিদপুর সদর উপজেলা এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে
এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
.
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান এর সভাপতিত্বে, সভায় উপস্থিত ছিলেন, সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ নাহার প্রমুখ।
.
এ সময় এনজিও’র বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তারা, সদর উপজেলার বিভিন্ন এনজিও এর বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। সভায় সদর উপজেলার এনজিও গুলোকে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পারস্পরিক সমন্বয় সাধন করে কার্যক্রম এগিয়ে নিতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
.
এ সময় সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাগণ, এনজিও প্রতিনিধিগন গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রিন্ট