বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের বিষ্ণুপুর (বেষ্টপুর) গ্রামের মানুষদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হলো। দুই শত বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কাবিখা প্রকল্পের আওতায় মাটির রাস্তা নির্মাণ করা হয়েছে।
.
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এই রাস্তার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। উপস্থিত ছিলেন রুপাপাত ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সোনা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
.
এলাকাবাসীরা বলেন, এতদিন রাস্তা না থাকায় বর্ষায় চলাচল ছিল দুঃস্বপ্নের মতো। আজকের এই রাস্তা তাদের জীবনে নতুন দিগন্তের সূচনা করেছে।
প্রিন্ট