ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে শৌলডুবি গ্রামের গৃহবধূ কহিনূর হত্যাকারিদের বিচারের দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে নিহত কোহিনুরের পরিবার ও এলাকাবাসির আয়োজনে দক্ষিন শৌলডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে মামলার বাদি হাসান ফকির বক্তব্যে বলেন, মামলা প্রত্যাহারের জন্য নানা ভাবে হুমকি দিয়ে আসছে মামলার অন্যতম আসামি জাহিদ মাতুব্বর।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাকিবুল শিকদার, বৃষ্টি আক্তার, শাহিদা বেগম, খাদেজা বেগম। বক্তারা হত্যাকারিদের ফাঁসির জোর দাবি জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট।
উল্লেখ্যগত ১৬ই জুলাই কোহিনুর বেগমকে ইউনুস মাতুব্বর ও তার ছেলে জাহিদ মাতুব্বর নৃঃশংস ভাবে হত্যা করে।
এব্যাপারে সদরপুর থানায় চারজনকে আসামি করে একটি হত্যামামলা দায়েরকরেন নিহতের ভাই হাসান ফকির।
প্রিন্ট