নাটোরে ছিনতাইকালে ৫ নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ছিনতাইকারীরা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের বাসিন্দা। তারা একটি ছিনতাইকারী চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। বিকেলে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের আদালতে প্রেরণ করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, শহরের বড়গাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাজনাজ খানম শহরের কানাইখালী এলাকা থেকে অটো রিক্সায় চড়ে কালেক্টরেট স্কুলে যাচ্ছিলেন। পথে পাঁচজন নারী ওই অটো রিক্সায় ওঠেন। অটো রিক্সাটি মাদ্রাসা মোড়ে পৌঁছালে একজন মহিলা অসুস্থতা বোধ করে তার ঘাড় ও মাথায় হাত রাখেন। এরপর তার গলায় থাকা স্বর্ণের চেইন খুলে নেওয়ার চেষ্টা করে এবং অন্য সহযাত্রীরা তার ভ্যানিটি ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় শিক্ষিকা চিৎকার করলে কর্তব্যরত ট্রাফিক পুলিশসহ স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাটি জানতে পারে। পরে ট্রাফিক পুলিশ তাদেরকে আটক রেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গ্রেফতার করে। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
এ ঘটনায় শিক্ষিকা শাহনাজ বেগম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করলে তাদের আদালতে প্রেরণ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ছিনতাই চক্রের সদস্য হিসেবে স্বীকার করেছে। তারা সারা দেশেই এভাবে ছিনতাই করে থাকে।
আরও পড়ুনঃ লালপুরে অ্যাডভোকেট আলিফ হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
গ্রেফতারকৃতরা হলেন: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ধরমন্ডল নতুন বাজার গ্রামের কাউসার রহমানের স্ত্রী পারুল বেগম, সফর উদ্দিনের স্ত্রী নাইমা বেগম, এরশাদ আলীর স্ত্রী মাফিয়া বেগম, জাকির হোসেনের স্ত্রী সোমা বেগম এবং আশরাফ উদ্দিনের স্ত্রী লাভলি বেগম।
প্রিন্ট