মফিজুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার
জনবান্ধব ভূমি সেবা প্রদানের লক্ষ্যে ভূমি ব্যবস্থাপনা সংস্কার বিষয়ে সর্বস্তরের জনসাধারণের সাথে কনসালটেশন কর্মশালায় প্রধান অতিথি বক্তব্যে সিনিয়র সচিব ভূমি মন্ত্রণালয়ের এ এস এম সালেহ আহমেদ বলেন, সমাজের সকল শ্রেনির মানুষের সহযোগিতায় ভূমি সেবাকে প্রান্তিক মানুষের দৌড় গোড়ায় পৌছে দিতে চাই।
তিনি আরো বলেন, নামজারি প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে হওয়ায় এখন সেবা গ্রহিতার ভোগান্তি কমেছে। তবে মাঠ পর্যায়ে যে সকল ভূমি কর্মকর্তা রয়েছেন কাজের ক্ষেত্রে তাদের মানসিকতা আরো পরিবর্তন করতে হবে।মানুষের সেবা দেয়ার সর্বোচ্চ মানসিকতা পোষণ করতে হবে প্রত্যেককে।
বৃহস্পতিবার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন যুগ্ম সচিব ড. জাহিদ হোসেন, উপ সচিব সেলিম আহমেদ, এমদাদুল হক চৌধুরী, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবির।
এ কর্মশালায় জেলার ভূমি ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ভূমি সচিব সরকার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার চায় ভূমি সেবায় কোন ভাবে সেবা গ্রহিতা হয়রানিতে না পড়ে, আমরা যারা ভূমি সেবা দেওয়ার কাজে সরাসরি যুক্ত তাদের আরো আন্তরিকতার সাথে সরকারি আদের্শ মেনে কাজ করতে হবে। তিনি মন্ত্রণালয় থেকে ভার্চুয়ালি এ সভায় যোগদান করে বক্তব্য রাখেন।
প্রিন্ট