সাহিদা পারভীনঃ
বেসরকারী উন্নয়ন মূলক সংস্থা ব্র্যাকের আয়োজন সোমবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় ১দিনের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক প্রক্ষিক্ষন কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামস সাদাত মাহমুদ উল্লাহ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইশরাত জাহান উম্মন।
এতে বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়ছার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম, ব্র্যাকের যক্ষা প্রোগ্রামের এফও সুমি আক্তার, জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রোগ্রামের এফও সৌরভ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রশিক্ষনে জলবায়ু পরিবর্তনের ফলে মানব জীবনে এর প্রভাব ও প্রস্তুতি মূলক আলোচনা করা হয়।
প্রিন্ট