রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিক্সা চালক বাবুল হত্যার ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার দাউদপুর ও নরসিংদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোরিক্সা।
গ্রেপ্তারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলরা আশুগঞ্জ থানার শরীফপুর এলাকার কাশেমের ছেলে শুক্কুর মিয়া, গাজীপুর জেলার পূবাইল থানার নয়ানিপাড়া এলাকার শাহীন মোল্লার ছেলে আহাদ মোল্লা, আওলাদ মিয়ার ছেলে হাবিবুর রহমান হাবু, মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার গঙ্গানগর এলাকার শান্ত মিয়ার ছেলে সোহান ও নরসিংদী জেলার বানিয়াছল এলাকার কুটি মিয়ার ছেলে দেলোয়ার হোসেন।
পূর্বাচল ক্যাম্পের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম জানান, গত ২৩ নভেম্বর শনিবার বিকালে অটোরিক্সা নিয়ে নিজ বাড়ী গাজীপুরের পূবাইল কাজীপাড়া থেকে বের হয় চালক বাবুল মিয়া। বহু খোঁজা-খুজির পর তাকে না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে পূবাইল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এদিকে নিখোঁজের পর দিন ২৪ নভেম্বর রবিবার বেলা ১০ টারদিকে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের আগলা এলাকার ধান ক্ষেত থেকে বাবুল মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত বাবুল মিয়ার ছেলে সোহাগ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে শুক্কুর মিয়া, আহাদ মোল্লা, হাবিবুর ও সোহানকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে নরসিংদীর বানিয়াছল এলাকা থেকে দেলোয়ার হোসেনকে ছিনতাই হওয়া অটোরিক্সাসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অটোরিক্সা চালক বাবুলকে তার অটোরিক্সা ছিনতাই করতে গিয়ে গলায় লোহার চেইন পেচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে বলে স্বীকার করেছে। পরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
প্রিন্ট