আনিসুর রহমানঃ
“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” প্রতিপাদ্য সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় ৭ম জাতীয় ভোটার দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলার বড়াল সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা’র সভাপতিত্বে ৭ম জাতীয় ভোটার দিবসের এসব কর্মসূচীতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান,ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুধীবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট