ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার
কুষ্টিয়া মিরপুর উপজেলার রানাখড়িয়া কদমতলা এলাকার ঘোড়ামারা ডোর নামক স্থানে ড্রাম ট্রাক ও সিএনজি সংঘর্ষ,সিএনজি চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আর ও তিনজন।
সিএনজি অটোরিকশার যাত্রী নিহত তানিয়া খাতুন (৩০) ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গফিনাথপুর সেন্টার পাড়া গ্রামের কালাম মাস্টারের মেয়ে। তাৎক্ষণিকভাবে সিএনজির চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রানাখরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকজন যাত্রীসহ সিএনজি অটোরিকশাটি কুষ্টিয়া থেকে ভেড়ামারা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রানাখরিয়া নামক স্থানে বিপরিত দিক থেকে আসা দ্রুতগামী পাথর বোঝায় ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
গুরুতর আহত তিনজনকে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে নেয়া হয়। নিহত সিএনজি চালকের পরিচয় পাওয়া যায়নি।নিহত দুই জনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রিন্ট