মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সারাদেশে চলমান কঠোর লকডাউনের প্রথম ৫ দিনে বিধিনিষেধ ভঙ্গের দায়ে ফরিদপুরে ৬৩৬ মামলা হয়েছে। এসব মামলার বিপরীতে দণ্ডপ্রাপ্তদের কাছ থেকে ৩ লাখ ৩৯ হাজার ১৬০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গত ১ জুলাই সকাল থেকে ৫ জুলাই রাত ১০টা পর্যন্ত জেলার ১৫ জন নির্বাহী হাকিম এই মামলাগুলো করেন। এসময় তারা মানুষকে ঘরে রাখতে বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্রচারণাও চালান।
ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসলিমা আলী জানান, কঠোর লকডাউন চলাকালে সরকারি দেওয়া বিধিনিষেধ বাস্তবায়নে ১৫টি ভ্রাম্যমাণ আদালত জেলার নয়টি উপজেলায় দায়িত্ব পালন করছে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা সহায়তা করছেন।
তিনি বলেন, সরকারি কঠোর বিধি নিষেধ জারি থাকাকালে নিয়মিত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।
লকডাউন বাস্তবায়নের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে জেলায় ১২টি স্থায়ী চেকপোস্ট এবং ২৯টি মোবাইল টিম কাজ করছে বিভিন্ন জায়গায়।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৫৫ নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে ১৬৩ জন। আর এই সময়ে করোনায় মারা গেছে ছয় ব্যক্তি। শনাক্তের হার ৪৫.৯১ শতাংশ।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের আইসিইউয়ে চিকিৎসাধীন রয়েছে ১৫ ব্যক্তি এবং করোনা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছে ২৮৬ জন।
প্রিন্ট