মুস্তাফিজুর রহমান, চরভদ্রাশন (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসনে একটি মোটরসাইকেল সার্ভিসিং ও ওয়ার্কসপে অগ্নিকান্ডে তিনটি মোটরসাইকেল ভস্মিভূত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯জানুয়ারী) সন্ধা ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মৌলভীরচর বাজারে ভাই ভাই মটরস নামে একটি দোকানে এ ঘটনা ঘটে।এ ঘটনায় প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ওয়ার্কসপ ব্যাবসায়ী।
অগ্নিকান্ডের বিষয়ে ভাই ভাই মটরস এর মালিক প্রদীপ(২২) জানান তার বাড়ি ফরিদপুর জেলার কোতয়ালী থানার পূর্ব আলীয়াবাদ ইউনিয়নের পাটপাশা গ্রামে। তিনি সারাদিন কাজ শেষে সন্ধা ৬টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। সন্ধা সাতটার দিকে স্থানীয়রা ফোনে তার দোকানে অগ্নিকান্ডের খবর দেন। তিনি বলেন দোকানে আগুন দেখে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালানোর পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে মনে করেন চরভদ্রাসন ফায়ার স্টেষন অফিসার মুর্তজা আহসান।এ ছাড়া একই রাত নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পার্শ্ববর্তী সড়কের পাশে একটি খরের গাদার আগুন নিয়ন্ত্রনে আনেন চরভদ্রাসন ফায়ার সার্ভিসের সদস্যরা।
এ ঘটনায় তিনটি মোটরসাইকেল,অন্যান্য সামগ্রী ও দোকানটির টিনের চাল পুরে যাওয়ায় প্রায় চার লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে বলে জানায় ব্যাবসায়ী প্রদীপ।
প্রিন্ট