মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে পরিত্যক্ত টঙ ঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৪৭ বিজিবি) সদস্যরা।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে উপজেলার আমলা ইউনিয়নের নওদাপাড়া ব্রিজ থেকে আনুমানিক ৩০ গজ উত্তরে পরিত্যক্ত একটি টঙ ঘর থেকে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ৪৭ বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়ার মিরপুর উপজেলার অন্তর্গত নওদাপাড়া ব্রিজ হতে আনুমানিক ৩০ গজ উত্তরে পরিত্যক্ত একটি টঙ ঘরে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় মালিকবিহীন অবস্থায় একটি সিঙ্গেল শুটার পিস্তল এবং এক রাউন্ড (লট নং কেএফ-১২) গুলি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক সিজার মূল্য এক লাখ ২০০ টাকা।
প্রিন্ট