মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার
উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং উন্নত চিকিৎসার জন্য ভারত যাত্রার প্রাক্কালে রাজবাড়ী-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবুর সুস্থতা কামনা করে মঙ্গলবার (৭ জানুয়ারী) সকালে পাংশার মৈশালা সরদার বাস স্ট্যান্ড জামে মসজিদে পবিত্র কোরআন খানি এছাড়া রাতে এশার নামাজের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মৈশালা সরদার বাস স্ট্যান্ড জামে মসজিদ কমিটির সভাপতি মো. শওকত আলী সরদার এ কর্মসূচির আয়োজন করেন।
জানা যায়, সকালে স্থানীয় হাফিজিয়া মাদরাসার ছাত্ররা পবিত্র কোরআন খানিতে অংশ গ্রহণ করে। এশার নামাজের পর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৈশালা সরদার বাস স্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম মো. রবিউল ইসলাম।
পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মৈশালা সরদার বাস স্ট্যান্ড জামে মসজিদের সভাপতি মো. শওকত আলী সরদার, আলহাজ্ব আবুল হোসেন সরদার, মৈশালা সরদার বাস স্ট্যান্ড জামে মসজিদের খতিব ও হোগলাডাঙ্গী এমআই মডেল কামিল মাদরাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ফারুক হোসাইন, হোগলাডাঙ্গী এমআই মডেল কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী, বয়রাট মাজাইল ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ এস.এম কাওছার, পুঁইজোর ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. সাঈদ আহমেদ, বড় ঘিকমলা দাখিল মাদরাসার সুপার মো. মারুফ চৌধুরীসহ মসজিদের মুসল্লিগণ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
প্রিন্ট