মোঃ রফিকুল ইসলাম, বোয়ালমারী পৌর প্রতিনিধি
ফরিদপুর জেলার বোয়ালমারীতে ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে ৭ জানুয়ারি-২০২৫ ইং তারিখ মঙ্গলবার রাতে ছোলনা সালামিয়া বহুমুখী কামিল মাদ্রাসার মাঠে ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলাটির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালমারী পৌরসভার আমীর মাওঃ সৈয়দ নিয়ামুল হাসান। এখেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের নাবেক চেয়ারম্যান
অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা।
বিশেষ অতিথি জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা শাখার কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, বোয়ালমারী উপজেলা জামায়াতের আমীর মাওঃ মোঃ শহিদুল ইসলাম।
খেলাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বোয়ালমারী পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারী হাঃ সাওঃ সৈয়দ সাজ্জাদ আলী। খেলায় সভাপতিত্ব করেন মুশফিকুর রহমান সম্পাদক, বোয়ালমারী ডেভেলপমেন্ট ট্রাস্ট।
খেলা পরিচালনায় ছিলেন বোয়ালমারীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রিজাউল করিম। উক্ত খেলায় চ্যাম্পিয়ন হয়েছে সাজ্জাদ ও সুমন এবং রানার আপ হয়েছে শয়ন ও মাহমুদ।
প্রিন্ট