রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ নাজমা বেগম নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ০জানুয়ারি মঙ্গলবার রাতে উপজেলার ভূলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত নাজমা বেগম লাভরাপাড়া এলাকার নাঈম মিয়ার স্ত্রী। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, মঙ্গলবার রাত ১ টার দিকে লাভরাপাড়া এলাকায় পুলিশ অভিযান চালায়।
এ সময় নাঈম মিয়ার বসতঘরে তল্লাশী চালিয়ে ৫ কেজি গাজা ও ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরে নাঈম মিয়ার স্ত্রী নাজমা বেগমকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত নাজমাকে
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
প্রিন্ট