মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা বারোটার দিকে ফরিদপুর প্রেসক্লাবে খন্দকার আব্দুল আউয়াল বাবলুর সংবাদ সম্মেলন এর প্রতিবাদ জানিয়ে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সঞ্জীব দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় ফরিদপুর বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের খন্দকার আব্দুল আউয়াল বাবলুর ঢাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র সাতৈর ইউনিয়নের সভাপতি জাকির হোসেন টিআই, বিএনপি’র সাতৈর ইউনিয়নের সহ-সভাপতি ইদ্রিস মোল্লা, সাতৈর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, বোয়ালমারী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাকির হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ।
সংবাদ সম্মেলনে জানানো হয় গতকাল ০৪-০১-২০২৫ তারিখে ঢাকায় অনুষ্ঠিত খন্দকার আব্দুল আউয়াল (চোরা বাবলু) এর সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে খন্দকার আব্দুল আউয়াল বানোয়াট, মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য দিয়েছে বলে আলোচনায় বক্তরা উল্লেখ করেন।
ঢাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আব্দুল আউয়াল বাবলু বিএনপি’র সাতৈর ইউনিয়নের সাবেক সভাপতি খন্দকার নাজিরুল ইসলামের বিরুদ্ধে বানোয়াট এবং মিথ্যা তথ্য প্রদান করেন। এছাড়াও খন্দকার আব্দুল আউয়াল তৎকালীন আওয়ামী লীগ শাসনামলের সময় নাজিরুল ইসলাম এর কাছ থেকে তার পুকুরে মাছ ধরার সময় তার কাছ থেকে ৩০ লক্ষ টাকা দাবি করেন। খন্দকার নাজিরুল ইসলাম পুকুরের বৈধ লীজের দালিলিক প্রমাণাদিও উপস্থাপন করেন। বক্তারা অতি দ্রুত খন্দকার আব্দুল আউয়াল বাবলুকে দ্রুত আইনের আওতায় এনে সঠিক বিচার নিশ্চিত করার দাবি জানান।
প্রিন্ট