মোঃ নুরনবী সরকার, নাগেশ্বরী (কুড়িগ্রাম) থেকে
কুড়িগ্রাম জেলার (প্রস্তাবিত কচাকাটা উপজেলা) কচাকাটায় বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত। সোমবার সকাল (বেলা ১১টায়) নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়ন পরিষদের হলরুমে কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ খ ম ওয়াজেদুল কবীর রাশেদ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কচাকাটা শাখার অন্যতম সংগঠক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, প্রভাষক মোঃ নজরুল ইসলাম, ইউপি সদস্য মোঃ লুৎফর রহমান, বিভিন্ন শ্রেণী ও পেশার সম্মানিত নাগরিক উপস্থিত ছিলেন।
বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন প্রজন্মের ভুমিকা ও তরুণদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।এসময় স্থানীয়ভাবে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য দূর করতে বিশেষ করে ইউনিয়ন ভূমি অফিস,হাট,ঘাট, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ,শিক্ষা প্রতিষ্ঠানে যেন কোন প্রকার বৈষম্য না থাকে দাবি করে মতামত জানান উপস্থিত শিক্ষার্থীরা।
একে একে নতুন প্রজন্মের নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ খ ম ওয়াজেদুল কবীর রাশেদ, সকলের উদ্দেশ্যে বলেন, তারুণ্যের উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হোক বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়ার শুভসূচনা। আমরা নিজ নিজ অবস্থান থেকে দেশ গড়ার এই কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবো নিঃস্বার্থভাবে। আসুন বদলে যাই, বদলে দেই স্লোগানে ব্রত হই দেশ সেবায়।
প্রিন্ট