গোলাম মোর্তবা শিকদার রিজুঃ
রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মোটরসাইকেল ও মাটিরট্রলির সংর্ঘষে ১ জন নিহত হয়েছে। ৯ মে শুক্রবার বিকাল সাড়ে ৩ টার সময় উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামের পরিতোষ সরকরের ছেলে সজীব সরকার প্রনয় তার কাকা রমা প্রসাদ সরকারের বৌভাত অনুষ্ঠানের প্লাস্টিকের গ্লাস আনার জন্য বাড়ী থেকে জামালপুর বাজারে যাচ্ছিল।
.
এসময় জামালপুর কোলারহাট সড়কের নলিয়া মেলার সামনে পৌছালে মাটিবুঝায় ট্রলি বৃমাগুরা নতুন ভাটায় মাটি নিয়ে যাচ্ছিলো। এ সময় মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল আরোহী সজীব সরকার প্রনয় ঘটনা স্থলেই মারা যান।
.
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন জানান খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট