মোঃ সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি
নাটোরে মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার নাটোর-তাহেরপুর সড়কের ছাতনী মাদ্রাসা ঘাট এলাকায় দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় (৪৬) এক ব্যক্তি নিহত হয়েছেন। সিএনজি চালিত থ্রি হুইলার ও অটো চার্জার রিক্সা ভ্যানের মুখোমুখি এই সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৬ জন যাত্রী।
আহতদের নাটোর সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, নলডাঙ্গা উপজেলার হরিদা খলসি গ্রামের বাসিন্দা মোঃ আতাউর রহমান (৪০), মনির হোসেন (২৫) ও মোঃ মুন্না (২২)।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃমাহাবুর রহমান নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে কয়েকজন শ্রমিক কাজের উদ্দেশ্যে অটো চার্জার রিক্সা ভ্যানে নাটোরে যাওয়ার পথে সদর উপজেলার নাটোর-তাহেরপুর সড়কের ছাতনী মাদ্রাসা ঘাট এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত একটি থ্রি হুইলার গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে এবং এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।”
প্রিন্ট