আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোরের তালন্দ ইউনিয়নের (ইউপি)দুই নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) আবুল হাসেম বিক্ষুব্ধ কৃষকের ধাওয়ায় প্রায় দ্বিগম্বর হয়ে পালিয়ে রক্ষা পেয়েছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।স্থানীয়রা এটাকে বলছে,বছরের প্রথম দিনেই মেম্বারের লুঙ্গি ড্যান্স দেখলো ইউপিবাসী।
জানা গেছে, উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ১৬০ ও ১৯২৩ নম্বর দাগে অবস্থিত বিএমডিএর গভীর নলকুপ পরিচালনা করে আসছেন মোয়াজ্জেম আলী।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন গত ১ জানুয়ারী বুধবার গভীর নলকুপে কার্ড দিয়ে পানি নিচ্ছিলেন কৃষকেরা। এসময় হাশেম আলী এসে কৃষকের কার্ড টেনে বের করে ফেলে দিয়ে গভীর নলকুপের ঘরে তালা মারতে যায়। খবর পেয়ে বিক্ষুব্ধ কৃষকেরা হাশেম আলীকে ধাওয়া করে। এসময় সে ভৌঁ-দৌড়ে পালিয়ে যায়। এক পর্যায়ে তার পরনের লুঙ্গি খুলে গেলে এক হাতে লুঙ্গি ধরে প্রায় দ্বিগম্বর হয়ে জমির আইল ভেঙে পালিয়ে যায়। বিক্ষুব্ধ কৃষকেরাও তার পিছু নেয়।
এবিষয়ে জানতে চাইলে হাশেম আলী অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি গভীর নলকুপের অপারেটরের নিয়োগ পেয়েছেন। ঘটনার দিন তিনি গভীর নলকুপের ঘরে গেলে কিছু কৃষক না বুঝেই তাকে ধাওয়া করে। তিনি বলেন, এটা অন্যায় তিনি বৈধভাবে ডিপের অপারেটর নিয়োগ পেয়েও দখল নিতে পারছেন না। তিনি বলেন, তিনি পালিয়ে না গেলে তারা তাকে মেরে ফেলতো; তিনি এর বিচার চান।
প্রিন্ট