মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
আগামী ৬ জানুয়ারি কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আগমন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩-৪০ মিনিটে ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডের মডেল মসজিদ এবং পৌর অডিটোরিয়ামের মাঝখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৈষম বিরোধী আন্দোলন ফরিদপুর জেলার মুখপাত্র নিরব ইমতিয়াজ শান্তের সভাপতিত্বে আগামী ৬ জানুয়ারি কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলম সহ অন্যান্য নেতা কর্মীদের আগমন উপলক্ষে এ প্রস্তুতিমূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় জানানো হয় আগামী ৬ জানুয়ারি বিকাল তিনটার সময় ফরিদপুর রাজেন্দ্র কলেজ এর মাঠে (মুক্ত মঞ্চ) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলার উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় উপস্থিত থাকবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলম সহ অন্যান্য নেতারা।
উক্ত অনুষ্ঠানে সবাইকে অংশ গ্রহণ করার জন্য আহ্বান করা হয়।
প্রিন্ট