ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি
“কাব স্কাউটিং করবো, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বো” — এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শুরু হয়েছে কাব ক্যাম্পুরী ২০২৪।
রাজশাহীর মোহনপুর উপজেলায় ২নং ঘাসিগ্রাম ইউনিয়নাধীন আথরাই উচ্চ বিদ্যালয়ের মাঠে ২০২৪ সালের ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ স্কাউটের আয়োজনে ৫ দিনব্যাপী এই কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্পুরী চীফ ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী মোহনপুর ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মাহমুদ হাসান এর সভাপতিত্বে এবং বাটুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেসার আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রশিদা ইয়াসমিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী মোল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন আথরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ কাইউম, বাংলাদেশ স্কাউট মোহনপুর উপজেলা সাধারণ সম্পাদক ও করিশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল আকতার, ডেপুটি ক্যাম্পুরী চীফ (সার্বিক) ও বসন্তকেদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সরকার, আথরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম, ক্যাম্পুরী প্রোগ্রাম চীফ ও চকআলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল ইসলাম, খাড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানা, আথরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঈন উদ্দিন প্রমুখ।
উক্ত কাব ক্যাম্পুরী অনুষ্ঠানে উপজেলার ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০টি ইউনিটের ৩৫০ জন ছাত্র অংশগ্রহণ করেন। প্রতিটি ইউনিটে ১ জন ইউনিট লিডার ও ৬ জন ছাত্র মিলে ১টি ইউনিট গঠন করা হয়েছে। এছাড়া, ক্যাম্পে ৩টি সাব-ক্যাম্পে ভাগ করা হয়, যার নামকরণ করা হয়েছে নদীর নামে — বারনই, আত্রাই, ও করতোয়া।
এ কাব ক্যাম্পুরী অনুষ্ঠানটি ২৭ ডিসেম্বর শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় “মহাতাবু জলসা”র মাধ্যমে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রিন্ট