ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার
মামলা রেকর্ড করতে বাদীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে কুষ্টিয়ার ইবি থানার (ইসলামী বিশ্ববিদ্যালয়) ওসি শেখ ফরিদ উদ্দিন ও এসআই রাসেল সাত্তারকে ক্লোজ করা হয়েছে। রোববার অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার মিজানুর রহমান থানা পরিদর্শন করে সত্যতা পাওয়ায় দু’জনের বিরুদ্ধে রাতেই ব্যবস্থা নেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাতে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তৈলটুপি গ্রামে যাত্রাপালা দেখতে যায় কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নের মাইজপাড়ার কয়েক যুবক। সেখানে তাদের মধ্যে ঝামেলা হয়। পরদিন রাতে মাইজপাড়ার লিটনের চায়ের দোকানে ওই গ্রামের মোহাম্মদ সুজন ও রবিউল ইসলাম ওরফে কালুর সঙ্গে একই এলাকার জারিফুল ইসলাম ও সোহাগের মারামারি হয়। পরে মোহাম্মদ সুজনের পরিচিত মাইজপাড়ার সাগর ইসলাম সুজন ও রবিউল মামলার জন্য ইবি থানার এসআই রাসেল সাত্তারের সঙ্গে যোগাযোগ করেন।
রাসেল বিষয়টি ইবি থানার ওসি শেখ ফরিদ উদ্দিনকে জানালে মামলা রেকর্ডের জন্য ১৫ হাজার টাকা দাবি করেন। সন্ধ্যায় এসআই রাসেলকে নিয়ে থানায় যান সাগর। সেখানে রাসেলের মাধ্যমে তিনি ৫ হাজার টাকা ওসির হাতে দেন।
জানা যায়, ওসি টাকা দাবির পর ঝাউদিয়ায় বাড়ি পুলিশে কর্মরত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে পুরো বিষয়টি জানান সাগর ইসলাম। ঘুষ দেওয়ার ভিডিও ধারণ করে রাখেন। পরে কুষ্টিয়ার পুলিশ সুপার সত্যতা পেয়ে দু’জনকে পুলিশ লাইনে ক্লোজ করেন।
প্রিন্ট