গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় ফরিদপুর সদরের বিল্লাল হোসেন (৬০) নিহত হয়েছেন। তার পিতা ছিলেন আব্দুস সামাদ, এবং বাড়ি ছিল কুঠিবাড়ি কমলাপুর (মাটিয়া গোরস্থান)। গত রাত আনুমানিক ভোর ৪টার দিকে ইজতেমার মাঠে সংঘর্ষ চলাকালে বিল্লাল হোসেন নিহত হন।
আশুলিয়া থানা পুলিশ সকালে নিহতের পরিবারকে সংবাদ দিলে, আজ বিকাল ৪টার দিকে বিল্লাল হোসেনের লাশ ফরিদপুরে তার নিজ বাসায় পৌঁছায়। জানা গেছে, বিল্লাল হোসেন মাওলানা সাদ গ্রুপের একজন অনুসারী ছিলেন।
আরও পড়ুনঃ শামা ওবায়েদকে নিয়ে বিরূপ মন্তব্য করায় সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে সালথায় ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ
এ ঘটনায় স্থানীয়রা নিহতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই সংঘর্ষে আরও কেউ আহত হয়েছেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।
প্রিন্ট