সাহিদা পারভীনঃ
সন্তান প্রসবের কোন নির্দিষ্ট দিন ক্ষন নেই। তাই প্রসূতি মায়ের সেবাও নিতে হয় যে কোন সময়। এ কথা বিবেচনা করে রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ২৪ ঘন্টা প্রসূতি মায়ের সেবার ব্যবস্থা চালু রেখেছে । ঈদ কিংবা নববর্ষ কখনো বন্ধ থাকে না কালুখালীর প্রসূতি সেবাদান কর্মসূচি। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এই কর্মসূচি প্রসূতি মায়ের দোরগোড়ায় পৌঁছাতে কালুখালীর মদাপুর পরিবার পরিকল্পনা দপ্তরকে কাজে লাগানো হচ্ছে।
.
উপজেলার মডেল পরিবার পরিকল্পনা কেন্দ্র হিসেবে ঘোষিত এই কেন্দ্রে প্রতিদিন ১০ টি প্রসূতিসহ শতাধিক রোগীর স্বাস্থ্য সেবা দেওয়া হয়। কেন্দ্রটির পরিবার কল্যান পরিদর্শীকা সাজেদা খাতুন উপজেলা সেরা প্রসূতি মায়ের গর্ভের সন্তান প্রসবের আস্থাশীল কর্মী হিসেবে পরিচিত।
.
তিনি জানান, কালুখালীসহ আশপাশের উপজেলা থেকেও এখানে প্রসূতি মায়েরা সেবা নিতে আসেন।কেন্দ্রটি হটলাইনের আওতাভূক্ত হওয়ায় গভীর রাতে দূরের রোগীরা এখানে আসেন। এছাড়া কেন্দ্রে ব্যবহৃত (০১৭৭৫৩৮১৫১৩)নাম্বারে ফোন করেও প্রসূতিরা সেবা নিতে আসে। ফলে সরকারী ছুটির দিনেও আমাদের সেবাদানের জন্য প্রস্তুত থাকতে হয়। তিনি জানান, গড়ে প্রতিমাসে এখানে ৪/৫ জনকে গভীর রাতে ডেলিভারী সেবা দিতে হয়।
.
স্বাস্থ্যকেন্দ্রের এফ ডব্লিও ভি এবং এস এ সি এম ও মতিউর রহমান জানান, প্রসূতি মায়েদের কথা চিন্তা করে আমরা সব সময় কেন্দ্রটি খোলা রাখি।
.
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার জানান, কেন্দ্রটিতে নরমাল ডেলিভারী, কিশোর কিশোরী, মা ও শিশু স্বাস্থ্যসেবা, সাধারন রোগী সেবা, গর্ভকালীন সেবা, প্রসব পরবর্তী সেবাসহ খাবার বড়ি, (আপন, সুখি) কনডম, ইনজেকট্যাবলস, আই ইউ ডি সহ সকল জরুরী সেবা প্রদান করা হয়।
.
হটলাইনের আওতাভূক্ত হওয়ায় সর্বক্ষনিক কেন্দ্রটির প্রতি নজর রাখতে হয় বলে জানালেন সুতপা কর্মকার।
প্রিন্ট