ঢাকা , রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

শ্রীশ্রী বাসন্তী পূজা আজ থেকে শুরু

প্রদীপ্ত চক্রবর্তীঃ

 

সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রী শ্রী বাসন্তী পূজা প্রকান্তরে বাসন্তী দুর্গোৎসব আজ থেকে শুরু হচ্ছে। শরতে বাঙালি হিন্দুরা দুর্গোৎসবে মাতলেও আদি দূর্গা পূজা হয় চৈত্র মাসে । লোক মতে যা বাসন্তী পূজা নামে পরিচিত । স্মরনাতীত কাল থেকে এই পূজা বাংলাদেশ হয়ে আসছে ।

 

যদিও শারদীয়ার বার বাড়ন্তে বাসন্তিকার ধারণা অনেক টাই ম্লান তদুপরি সার্বজনীন ও পারিবারিক আবহে সারা বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে আসছে এই পূজা। চলতি বছর শ্রী শ্রী বাসন্তী দেবীর দোলায় আগমন , ফল মড়ক । গজে গমন ফল শস্যপূর্ণ বসুন্ধরা । হিন্দু শাস্ত্র পুরাণ অনুযায়ী , শ্রীরাম চন্দ্রদেব শরৎকালে অশুভ শক্তি নাশ করার জন্য দেবী দুর্গার আরাধনা করেছিলেন । যা শারদীয় দুর্গোৎসব বা অকালবোধন নামে পরিচিত ।

 

অন্যদিকে চন্দ্র বংশীয় রাজা সুরথ বসন্তকালে দেবীর আরাধনা করেন । কালের পার্থক্য হলেও আরাধনার দেবী মূলত দুর্গায় । শরৎকালের পূজা শারদীয় দুর্গোৎসব বসন্তকালের পূজা বাসন্তী দুর্গোৎসব নামে পরিচিত । আজ শ্রী শ্রী বাসন্তী পূজার মহাষষ্ঠী , ৪ এপ্রিল সপ্তমী ৫ এপ্রিল অষ্টমী ৬ এপ্রিল নবমী ৭ এপ্রিল দশমী এবং পূজার সমাপ্তি ।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

শ্রীশ্রী বাসন্তী পূজা আজ থেকে শুরু

আপডেট টাইম : ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

প্রদীপ্ত চক্রবর্তীঃ

 

সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রী শ্রী বাসন্তী পূজা প্রকান্তরে বাসন্তী দুর্গোৎসব আজ থেকে শুরু হচ্ছে। শরতে বাঙালি হিন্দুরা দুর্গোৎসবে মাতলেও আদি দূর্গা পূজা হয় চৈত্র মাসে । লোক মতে যা বাসন্তী পূজা নামে পরিচিত । স্মরনাতীত কাল থেকে এই পূজা বাংলাদেশ হয়ে আসছে ।

 

যদিও শারদীয়ার বার বাড়ন্তে বাসন্তিকার ধারণা অনেক টাই ম্লান তদুপরি সার্বজনীন ও পারিবারিক আবহে সারা বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে আসছে এই পূজা। চলতি বছর শ্রী শ্রী বাসন্তী দেবীর দোলায় আগমন , ফল মড়ক । গজে গমন ফল শস্যপূর্ণ বসুন্ধরা । হিন্দু শাস্ত্র পুরাণ অনুযায়ী , শ্রীরাম চন্দ্রদেব শরৎকালে অশুভ শক্তি নাশ করার জন্য দেবী দুর্গার আরাধনা করেছিলেন । যা শারদীয় দুর্গোৎসব বা অকালবোধন নামে পরিচিত ।

 

অন্যদিকে চন্দ্র বংশীয় রাজা সুরথ বসন্তকালে দেবীর আরাধনা করেন । কালের পার্থক্য হলেও আরাধনার দেবী মূলত দুর্গায় । শরৎকালের পূজা শারদীয় দুর্গোৎসব বসন্তকালের পূজা বাসন্তী দুর্গোৎসব নামে পরিচিত । আজ শ্রী শ্রী বাসন্তী পূজার মহাষষ্ঠী , ৪ এপ্রিল সপ্তমী ৫ এপ্রিল অষ্টমী ৬ এপ্রিল নবমী ৭ এপ্রিল দশমী এবং পূজার সমাপ্তি ।


প্রিন্ট