প্রদীপ্ত চক্রবর্তীঃ
সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রী শ্রী বাসন্তী পূজা প্রকান্তরে বাসন্তী দুর্গোৎসব আজ থেকে শুরু হচ্ছে। শরতে বাঙালি হিন্দুরা দুর্গোৎসবে মাতলেও আদি দূর্গা পূজা হয় চৈত্র মাসে । লোক মতে যা বাসন্তী পূজা নামে পরিচিত । স্মরনাতীত কাল থেকে এই পূজা বাংলাদেশ হয়ে আসছে ।
যদিও শারদীয়ার বার বাড়ন্তে বাসন্তিকার ধারণা অনেক টাই ম্লান তদুপরি সার্বজনীন ও পারিবারিক আবহে সারা বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে আসছে এই পূজা। চলতি বছর শ্রী শ্রী বাসন্তী দেবীর দোলায় আগমন , ফল মড়ক । গজে গমন ফল শস্যপূর্ণ বসুন্ধরা । হিন্দু শাস্ত্র পুরাণ অনুযায়ী , শ্রীরাম চন্দ্রদেব শরৎকালে অশুভ শক্তি নাশ করার জন্য দেবী দুর্গার আরাধনা করেছিলেন । যা শারদীয় দুর্গোৎসব বা অকালবোধন নামে পরিচিত ।
অন্যদিকে চন্দ্র বংশীয় রাজা সুরথ বসন্তকালে দেবীর আরাধনা করেন । কালের পার্থক্য হলেও আরাধনার দেবী মূলত দুর্গায় । শরৎকালের পূজা শারদীয় দুর্গোৎসব বসন্তকালের পূজা বাসন্তী দুর্গোৎসব নামে পরিচিত । আজ শ্রী শ্রী বাসন্তী পূজার মহাষষ্ঠী , ৪ এপ্রিল সপ্তমী ৫ এপ্রিল অষ্টমী ৬ এপ্রিল নবমী ৭ এপ্রিল দশমী এবং পূজার সমাপ্তি ।
প্রিন্ট