সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
উগ্র পন্থী সংগঠন ইসকন নিষিদ্ধ ও আইনজীবি হত্যার প্রতিবাদে রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে কালুখালী রেলওয়ে স্টেশন থেকে এ কর্মসূচি শুরু হয়। কালুকালী উপজেলা ইমাম কমিটি এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
মিছিলটি কালুখালী স্টেশন বাজার ও রতনদিয়া বাজার প্রদক্ষিণ করে।পরে কালুখালীর কালুখালীর সোনালী ব্যাংক মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় উপজেলা ইমাম কমিটির সভাপতি মাও. আবুল কালাম আজাদ,রতনদিয়া ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি আবুল হুসাইন,কালিকাপুর ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি কারী মো: ইউনুস কালুখালী মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইমরুল কায়েস, মাওলানা জয়নাল আবেদীন, প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগন দেশ থেকে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধ করার দাবী জানান।
প্রিন্ট