ফরিদপুরে জনতার বাজার এখন সব ধরনের ক্রেতার জন্য একটি আস্থার প্রতীক হয়ে উঠেছে। শহরের ঝিলটুলীতে অবস্থিত স্পিং হিল হাসপাতালের পাশে অস্থায়ীভাবে বসা এই বাজারটি ধীরে ধীরে জমে উঠেছে, বিশেষত প্রতি শনিবার ও বুধবার।
প্রতিটি সপ্তাহে এই দু’দিন সকাল থেকেই বাজারটি হয়ে ওঠে বেচাকেনার কেন্দ্র। এখানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তসহ বিভিন্ন শ্রেণির লোকজন ভিড় করেন, যারা মূলত শাকসবজি ও তরিতরকারি কম দামে কেনার জন্য আসেন। ক্রেতারা জানান, এই বাজারে তাদের সুবিধা হচ্ছে, এখানে সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য সংগ্রহ করা হয়, যা তাদের পণ্যগুলির গুণগত মান নিশ্চিত করে।
এ ব্যাপারে বেশ কয়েকজন ক্রেতা জানিয়েছেন, “প্রতি শনিবার ও বুধবার জনতার বাজার বসে, আর আমরা সেখান থেকে বাজার সদাই করতে আসি। এখানে কম দামে এবং মানসম্মত পণ্য পাওয়া যায়, যা আমাদের জন্য খুবই সুবিধাজনক।”
বাজারের আয়োজকরা জানান, জনতার বাজার এখন পর্যন্ত জনগণের প্রত্যাশা পূরণে সফল হয়েছে। বেচাকেনা ভালো হওয়ার ফলে তারা আশাবাদী যে ভবিষ্যতে এই বাজার আরও প্রসারিত হবে। তাদের মূল লক্ষ্য হচ্ছে, সাধারণ জনগণের পয়সার সাশ্রয় নিশ্চিত করা এবং ক্রেতাদের হাতে তাজা, মানসম্মত শাকসবজি পৌঁছে দেয়া।
জনতার বাজার স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এবং এটি ক্রেতাদের জন্য একটি বিশ্বাসযোগ্য বাজার হিসেবে আত্মপ্রকাশ করেছে।
প্রিন্ট