ঢাকা , মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালপুরের গোপালপুরে রেলগেটম্যানকে মারধরের ঘটনায় মামলা Logo লালপুরে নারী সহকর্মীর অন্তরঙ্গ ভিডিও ফাঁসের ঘটনায় গ্রেফতার সিডিএ কর্মকর্তা বরখাস্ত Logo নলছিটিতে এক দশকের ভোগান্তি শেষে শুরু হলো রাস্তায় ইউনিব্লক নির্মাণ Logo বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান Logo চরভদ্রাসনে ভুবনেশ্বর নদ পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ Logo আমাদের রবীন্দ্র চর্চা বাড়াতে হবেঃ অর্দ্ধেন্দু প্রসাদ বন্দ্যোপাধ্যায় Logo শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবেঃ -অধ্যাপক শহীদুল ইসলাম Logo তানোরে ধান-চাল ক্রয় কার্যক্রম উদ্বোধন Logo বং সিনেমাটিক ডিজিটাল মার্কেটিং এর আয়োজনে কলকাতায় ‘বঙ্গ সন্তান সম্মান- ২০২৪ Logo কালুখালীতে যুবলীগ নেতা গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ফরিদপুরে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফরিদপুরে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, “প্রথম আলো সবসময় অন্ধকারে আলো ফেলে, সঠিক তথ্য তুলে ধরে এবং আমাদের পথ দেখায়।” তারা আরও জানান, প্রথম আলো গণমানুষের কথা বলে এবং সমাজের সঠিক চিত্র তুলে ধরে। সমাজের কোনো অংশে যখন কোনো ভুল ঘটে, তখন প্রথম আলো আমাদের সঠিক পথে চলার পথনির্দেশ দেয়।

 

আজ বৃহস্পতিবার, বেলা ১১টার দিকে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

প্রথম আলোকে শুভেচ্ছা জানাতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীন আহমেদ বলেন, “১৯৭১ সালে এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের জন্ম হয়েছে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় চলবে, তবে মুক্তিযুদ্ধের চেতনা আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি। এজন্য আমাদের প্রতিনিয়ত সংগ্রাম করে যেতে হচ্ছে।”

 

প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন বলেন, “প্রথম আলো অন্ধকারে আলো ফেলে, সত্য তুলে আনে এবং সমাজের সঠিক চিত্র উপস্থাপন করে। যখন আমরা ভুল পথে চলে যাই, তখন প্রথম আলো আমাদের সঠিক পথ দেখিয়ে দেয়।”

 

প্রবীণ শিক্ষাবিদ ও ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি শিপ্রা রায় বলেন, “প্রথম আলো আমাদের কাছে দেশের সঠিক চিত্র জানার আসল মাধ্যম। সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে নির্ভিক চিত্তে প্রথম আলো তার দায়িত্ব পালন করে যাচ্ছে।”

 

সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস এম আবদুল হালিম বলেন, “প্রথম আলো ভালোর সঙ্গে থাকে। এটি আমাদের কাছে সত্যের প্রতিনিধিত্বকারী। এ কলেজের সব ভালো কাজে আমরা প্রথম আলোকে পাশে পাই।”

 

অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে আরও বক্তব্য দেন সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ ওবায়দুর রহমান, সিপিবির কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক, জেলা খেলাঘরের সভাপতি আলতাফ মাহমুদ।

 

প্রথম আলো ফরিদপুর বন্ধুসভার সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিঠুন দাস ‘আলোকের এই ঝর্ণাধারায় ধুয়ে দাও’ গানটি পরিবেশন করেন, এবং ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ গানটি পরিবেশন করেন ফরিদপুর বন্ধুসভার দুর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুস সবুর ওরফে গামছা কাজল। পরিশেষে পরিবেশন করা হয় হরবোলা।

 

 

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে, জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সর্বস্তরের ব্যক্তিবর্গের স্মৃতির প্রতি সম্মাননা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

লালপুরের গোপালপুরে রেলগেটম্যানকে মারধরের ঘটনায় মামলা

error: Content is protected !!

ফরিদপুরে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট টাইম : ০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, “প্রথম আলো সবসময় অন্ধকারে আলো ফেলে, সঠিক তথ্য তুলে ধরে এবং আমাদের পথ দেখায়।” তারা আরও জানান, প্রথম আলো গণমানুষের কথা বলে এবং সমাজের সঠিক চিত্র তুলে ধরে। সমাজের কোনো অংশে যখন কোনো ভুল ঘটে, তখন প্রথম আলো আমাদের সঠিক পথে চলার পথনির্দেশ দেয়।

 

আজ বৃহস্পতিবার, বেলা ১১টার দিকে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

প্রথম আলোকে শুভেচ্ছা জানাতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীন আহমেদ বলেন, “১৯৭১ সালে এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের জন্ম হয়েছে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় চলবে, তবে মুক্তিযুদ্ধের চেতনা আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি। এজন্য আমাদের প্রতিনিয়ত সংগ্রাম করে যেতে হচ্ছে।”

 

প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন বলেন, “প্রথম আলো অন্ধকারে আলো ফেলে, সত্য তুলে আনে এবং সমাজের সঠিক চিত্র উপস্থাপন করে। যখন আমরা ভুল পথে চলে যাই, তখন প্রথম আলো আমাদের সঠিক পথ দেখিয়ে দেয়।”

 

প্রবীণ শিক্ষাবিদ ও ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি শিপ্রা রায় বলেন, “প্রথম আলো আমাদের কাছে দেশের সঠিক চিত্র জানার আসল মাধ্যম। সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে নির্ভিক চিত্তে প্রথম আলো তার দায়িত্ব পালন করে যাচ্ছে।”

 

সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস এম আবদুল হালিম বলেন, “প্রথম আলো ভালোর সঙ্গে থাকে। এটি আমাদের কাছে সত্যের প্রতিনিধিত্বকারী। এ কলেজের সব ভালো কাজে আমরা প্রথম আলোকে পাশে পাই।”

 

অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে আরও বক্তব্য দেন সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ ওবায়দুর রহমান, সিপিবির কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক, জেলা খেলাঘরের সভাপতি আলতাফ মাহমুদ।

 

প্রথম আলো ফরিদপুর বন্ধুসভার সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিঠুন দাস ‘আলোকের এই ঝর্ণাধারায় ধুয়ে দাও’ গানটি পরিবেশন করেন, এবং ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ গানটি পরিবেশন করেন ফরিদপুর বন্ধুসভার দুর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুস সবুর ওরফে গামছা কাজল। পরিশেষে পরিবেশন করা হয় হরবোলা।

 

 

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে, জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সর্বস্তরের ব্যক্তিবর্গের স্মৃতির প্রতি সম্মাননা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।


প্রিন্ট