ফরিদপুরে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, “প্রথম আলো সবসময় অন্ধকারে আলো ফেলে, সঠিক তথ্য তুলে ধরে এবং আমাদের পথ দেখায়।” তারা আরও জানান, প্রথম আলো গণমানুষের কথা বলে এবং সমাজের সঠিক চিত্র তুলে ধরে। সমাজের কোনো অংশে যখন কোনো ভুল ঘটে, তখন প্রথম আলো আমাদের সঠিক পথে চলার পথনির্দেশ দেয়।
আজ বৃহস্পতিবার, বেলা ১১টার দিকে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথম আলোকে শুভেচ্ছা জানাতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীন আহমেদ বলেন, “১৯৭১ সালে এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের জন্ম হয়েছে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় চলবে, তবে মুক্তিযুদ্ধের চেতনা আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি। এজন্য আমাদের প্রতিনিয়ত সংগ্রাম করে যেতে হচ্ছে।”
প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন বলেন, “প্রথম আলো অন্ধকারে আলো ফেলে, সত্য তুলে আনে এবং সমাজের সঠিক চিত্র উপস্থাপন করে। যখন আমরা ভুল পথে চলে যাই, তখন প্রথম আলো আমাদের সঠিক পথ দেখিয়ে দেয়।”
প্রবীণ শিক্ষাবিদ ও ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি শিপ্রা রায় বলেন, “প্রথম আলো আমাদের কাছে দেশের সঠিক চিত্র জানার আসল মাধ্যম। সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে নির্ভিক চিত্তে প্রথম আলো তার দায়িত্ব পালন করে যাচ্ছে।”
সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস এম আবদুল হালিম বলেন, “প্রথম আলো ভালোর সঙ্গে থাকে। এটি আমাদের কাছে সত্যের প্রতিনিধিত্বকারী। এ কলেজের সব ভালো কাজে আমরা প্রথম আলোকে পাশে পাই।”
অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে আরও বক্তব্য দেন সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ ওবায়দুর রহমান, সিপিবির কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক, জেলা খেলাঘরের সভাপতি আলতাফ মাহমুদ।
প্রথম আলো ফরিদপুর বন্ধুসভার সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিঠুন দাস ‘আলোকের এই ঝর্ণাধারায় ধুয়ে দাও’ গানটি পরিবেশন করেন, এবং ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ গানটি পরিবেশন করেন ফরিদপুর বন্ধুসভার দুর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুস সবুর ওরফে গামছা কাজল। পরিশেষে পরিবেশন করা হয় হরবোলা।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে, জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সর্বস্তরের ব্যক্তিবর্গের স্মৃতির প্রতি সম্মাননা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha