কুষ্টিয়ার ভেড়ামারায় লালনশাহ সেতুর পশ্চিম পাড়ে সড়ক দূর্ঘটনায় অভি সরদার (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার (০৫ নভেম্বর) বেলা পৌনে ১২টার সময় কুষ্টিয়া -ঈশ্বরদী মহাসড়কের লালনশাহ সেতুর পশ্চিম পাড়ে এ দূর্ঘটনা ঘটে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত অভি সরদার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের সুজন সরদারের ছেলে।
ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বেলা পৌনে ১২টার সময় ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকের পিছনে মোটরসাকেল চালিয়ে আসছিলো অভি সরদার। লালন শাহ সেতু পার হয়ে ট্রাকটি গতি কমালে পিছনে মোটরসাইকেলে থাকা অভি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা লাগে।
- আরও পড়ুনঃ e-Paper-05.11.2024
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
প্রিন্ট