“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে পালিত হয়েছে ৫৩তম জাতীয় সমবায় দিবস। শনিবার (২ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি র্যালি ও জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ওবায়দুল্লাহ। সভার সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ।
সভার সঞ্চালক ছিলেন ইউডিএফ মো. আব্দুস সালাম। এ সময় উপজেলা সহকারী কৃষি অফিসার মো. আলী হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. সোহেল রানা, সাংবাদিক সাইফুল ইসলাম (শাহীন) এবং সমবায়ী মোঃ নজরুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা, মোঃ ইনতাদুল ইসলাম, মোঃ কমরুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ শহিদুল ইসলাম।
- আরও পড়ুনঃ ফরিদপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত
আলোচনা সভায় বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা দিবসটির গুরুত্ব এবং সমবায়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
প্রিন্ট