মোক্তার হোসেনঃ
রাজবাড়ী জেলার পাংশা শহরস্থ হিজিবিজি চর্চা কেন্দ্রের মার্শাল আর্ট বিভাগে শুক্রবার (২৩ মে) বিকালে কারাতে বেল্ট গ্রেডিং পরীক্ষা ও বেল্ট প্রদান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
.
জানা যায়, তিন মাস পর পর বেল্ট গ্রেডিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের প্রাক্টিক্যাল (শারীরিক কশরত) পরীক্ষার মাধ্যমে বেল্ট গ্রেডিং অনুযায়ী বিভিন্ন কালারের বেল্ট প্রধান করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকালে হিজিবিজি চর্চা কেন্দ্রে সকল বেল্ট গ্রেডিং পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে বেল্ট প্রদান কর্মসূচি সম্পন্ন হয়।
.
এবারে ২২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। যাদের অধিকাংশই প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পর্যায়ের শিক্ষার্থী।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোতকান কারাতে ফেডারেশনের রাজবাড়ী প্রতিনিধি ও হিজিবিজি চর্চা কেন্দ্রের কারাতে বিভাগের প্রশিক্ষক এমডি শফিউদ্দিন মাহমুদ শেখ ও তার দল।
.
হিজিবিজি চর্চা কেন্দ্রের সভাপতি মিসেস মৌসুমী ইসলামের সভাপতিত্বে এবং পরিচালক পাভেল রিয়াজের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে মো. রোকনুজ্জান খান তপু, গোলাম ফারুক মিয়া, শাহজাহানুল হক জুয়েল মাস্টার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিদের সাথে শিক্ষার্থীরা ফটোসেশন করে।
.
উল্লেখ্য, পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে হিজিবিজি চর্চা কেন্দ্রে ২০১৯ সাল থেকে চিত্রাঙ্কন, আবৃত্তি, নৃত্য, সংগীত ও মার্শাল আর্ট কারাতে বিভাগে অভিজ্ঞ প্রশিক্ষকগণ প্রশিক্ষণ প্রদান করছেন।
প্রিন্ট