সাহিদা পারভীনঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের কথিত এক বিএনপি নেতার নামে থানায় চাঁদাবাজি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে ওই বিএনপি নেতাসহ ১০ জনকে আসামী করা হয়েছে। শুক্রবার রাতে অভিযোগটি দায়ের হয়েছে।
অভিযুক্ত বিএনপি নেতার নাম আব্দুল কুদ্দুস ফকির(৫৫)। সে কালুখালীর মদাপুর ইউনিয়নের বৃগোপালপুর গ্রামের আকরাম ফকিরের ছেলে।
.
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়,কালুখালী মদাপুর ইউনিয়নের গান্দিমারা বাজারে নাসিরুল ইসলাম বাবু নামের এক উদ্যোক্তা নিজ জমিতে মার্কেট নির্মান করছে।
.
বাজার সম্প্রসারন ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে নির্মানাধীন এই কাজের বাধা হয়ে দাঁড়িয়েছে কথিত বিএনপি নেতা কুদ্দুস ফকির সহ একদল দুর্বত্ত। তারা বিভিন্ন সময় নির্মান কাজ বন্ধ করে চাঁদা আদায় করতো।
.
গত শুক্রবার সকাল সারে ১০টায় কুদ্দুস ফকির সহ দুর্বত্তরা চাঁদার দাবীতে মার্কেটে আসে। কিন্তু কোন চাঁদা দেওয়া হয়না। ফলে কুদ্দুস ফকির সহ দুর্বত্তরা শ্রমিকদের মারপিট ও নির্মান কাজ বন্ধ করে দেয়। এসময় শ্রমিকরা কালুখালী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এসময় দুর্বত্তরা পালিয়ে যায়।
.
কালুখালী উপজেলা বিএনপি ও মদাপুর ইউনিয়ন বিএনপির কমিটির তালিকায় কুদ্দুস ফকির সহ দুর্বত্ত দলের কারো নাম নেই। তারপরও বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজী করায় হতাশ হয়েছে বিএনপি নেতৃবৃন্দ।
.
এ প্রসঙ্গে কালুখালী উপজেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল কবির কুন্নু জানান, যারা বিএনপি নামে চাঁদাবাজি করে তারা বিএনপির শত্রু। বিএনপির নামে কারো চাঁদাবাজি করার সুযোগ দেওয়া হবে না।
প্রিন্ট