রনি আহমেদ রাজুঃ
মাগুরা শহরের ঢাকা রোড এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করার চেষ্টাকালে একজন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, সাবেক মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের বাসভবনের সামনে কয়েকজন নেতা-কর্মী জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।
.
খবর পেয়ে মাগুরা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং একজনকে আটক করে।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন রাঘবদাইড় ইউনিয়নের তেঘরিয়া গ্রামের হাফিজার রহমানের ছেলে সাখারুল ইসলাম শাকিল (১৯)। তিনি স্থানীয়ভাবে ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত।
.
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, সকাল বেলায় ছাত্রলীগের কিছু কর্মী মিছিল বের করার চেষ্টা করছিল। আমরা গিয়ে একজনকে আটক করি। তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় কোনো পূর্ব মামলা নেই এবং মামলার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
.
পুলিশ সূত্রে জানা গেছে, এ মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন রাঘবদাইড় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম। তবে তার অবস্থান বা গ্রেফতারের বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি।
প্রিন্ট