ঢাকা , শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ভূরুঙ্গামারীতে নবজাতক কুড়িয়ে পেলো নিঃসন্তান দম্পতি

আরিফুল ইসলাম জয়ঃ

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক নবজাতক কুড়িয়ে পেয়েছেন এক নিঃসন্তান দম্পতি। উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার (গুচ্ছগ্রাম) এলাকায় শুক্রবার (২৩ মে) সকালে নিজ বাড়ির টিউবওয়েলের পাশে শিশুটিকে দেখতে পান আসমাউল হুসনা আশা।

.

তিনি জানান, সকালে টিউবওয়েলে পানি আনতে গিয়ে একটি নবজাতক মেয়েশিশুকে পড়ে থাকতে দেখেন। পরে তিনি স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীদের জানান। বিষয়টি জানানো হয় ভূরুঙ্গামারী থানায়। পুলিশের পরামর্শে নবজাতকটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

.

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, “নবজাতকটির বয়স আনুমানিক ৬-৭ দিন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বর্তমানে কুড়িয়ে পাওয়া মায়ের কাছেই হাসপাতালে রাখা হয়েছে।”

.

তিনি আরও বলেন, শিশুটির প্রকৃত অভিভাবক যদি এক সপ্তাহের মধ্যে পাওয়া না যায়, তবে শিশুটিকে ঢাকার ছোট মনি নিবাসে পাঠানো হবে। তবে দত্তক প্রদানের বিষয়ে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন।

.

নবজাতকটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করে মিলন হোসেন ও আসমাউল হুসনা আশা বলেন, “আল্লাহ আমাদের সন্তান দেননি। হয়তো তিনি এই শিশুটিকে আমাদের জন্য পাঠিয়েছেন। আমরাই একে মানুষ করতে চাই।”

.

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, শিশুটিকে উদ্ধারের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরকে জানানো হয়েছে। তারা আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাগাতিপাড়ায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

error: Content is protected !!

ভূরুঙ্গামারীতে নবজাতক কুড়িয়ে পেলো নিঃসন্তান দম্পতি

আপডেট টাইম : ১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
আরিফুল ইসলাম জয়, ভুরঙ্গমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

আরিফুল ইসলাম জয়ঃ

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক নবজাতক কুড়িয়ে পেয়েছেন এক নিঃসন্তান দম্পতি। উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার (গুচ্ছগ্রাম) এলাকায় শুক্রবার (২৩ মে) সকালে নিজ বাড়ির টিউবওয়েলের পাশে শিশুটিকে দেখতে পান আসমাউল হুসনা আশা।

.

তিনি জানান, সকালে টিউবওয়েলে পানি আনতে গিয়ে একটি নবজাতক মেয়েশিশুকে পড়ে থাকতে দেখেন। পরে তিনি স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীদের জানান। বিষয়টি জানানো হয় ভূরুঙ্গামারী থানায়। পুলিশের পরামর্শে নবজাতকটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

.

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, “নবজাতকটির বয়স আনুমানিক ৬-৭ দিন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বর্তমানে কুড়িয়ে পাওয়া মায়ের কাছেই হাসপাতালে রাখা হয়েছে।”

.

তিনি আরও বলেন, শিশুটির প্রকৃত অভিভাবক যদি এক সপ্তাহের মধ্যে পাওয়া না যায়, তবে শিশুটিকে ঢাকার ছোট মনি নিবাসে পাঠানো হবে। তবে দত্তক প্রদানের বিষয়ে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন।

.

নবজাতকটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করে মিলন হোসেন ও আসমাউল হুসনা আশা বলেন, “আল্লাহ আমাদের সন্তান দেননি। হয়তো তিনি এই শিশুটিকে আমাদের জন্য পাঠিয়েছেন। আমরাই একে মানুষ করতে চাই।”

.

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, শিশুটিকে উদ্ধারের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরকে জানানো হয়েছে। তারা আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।


প্রিন্ট