ঢাকা , শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কালুখালীতে কথিত বিএনপি নেতার নামে চাঁদাবাজির অভিযোগ Logo মাগুরাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে গ্রেফতার ১ Logo ভূরুঙ্গামারীতে নবজাতক কুড়িয়ে পেলো নিঃসন্তান দম্পতি Logo গণঅভ্যুত্থানে সরকার পতনের পর রূপগঞ্জে এখনো চাঁদাবাজি চলছেঃ -ভিপি নূর Logo বাংলা সাহিত্যে নজরুলই প্রথম সাম্যের গান গেয়েছেন Logo চট্রগ্রামে প্রেমের ফাদে ফেলে প্রতারনা, গ্রেপ্তার Logo বাঘায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত Logo খোকসা বাজারে জুয়েলার্সের দোকানে দুর্ধর্ষ চুরি Logo পাংশায় হিজিবিজি চর্চা কেন্দ্রে কারাতে বেল্ট গ্রেডিং পরীক্ষা ও বেল্ট প্রদান অনুষ্ঠিত Logo বাঘায় দুইদিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ায় জামাতের ইজতেমা মাঠে দ্বিতীয় দিনে হাজার হাজার মুসল্লি

কুষ্টিয়া শহরে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমার আজ দ্বিতীয় দিন। বৃহস্পতিবার ভোরে ফজর নামাজের পর থেকে কার্যক্রম শুরু হয়েছে। আগামী শনিবার জোহর নামাজের আগে এই ইজতেমার সমাপ্তি ঘটবে।

 

জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসল্লি ইজতেমাস্থলে যোগ দিয়েছেন। কুষ্টিয়া শহরের হাউজিং ই-ব্লকে বিশাল তাঁবু টানিয়ে মুসল্লিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। মাসখানেক আগে থেকেই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

ইজতেমারি মাঠের প্রস্তুতির দায়িত্বে থাকা হাজি রফিকুল ইসলাম জানান, মাঠের চারপাশে ড্রেনেজ ব্যবস্থা থাকায় প্রস্তুতির কাজ সহজ হয়েছে। এক মাস আগে থেকে দ্বীনি ভাইয়েরা স্বেচ্ছাশ্রম দিয়ে কাজ করছেন। ১২ স্থানে বোরিং করে পানির পাম্প বসানো হয়েছে, এবং বিদ্যুৎ বিভাগের সাহায্যে বিদ্যুৎ-সংযোগ নেওয়া হয়েছে। মাঠের চারপাশে নিজস্ব পানি সরবরাহ ব্যবস্থা এবং কয়েক শ পায়খানা ও প্রস্রাবখানা তৈরি করা হয়েছে।

 

তিনি আরও জানান, ঢাকার ইজতেমার প্রস্তুতি হিসেবে এই আয়োজন করা হয়েছে। জেলার ৬টি উপজেলার তাবলিগের সাথি ভাইয়েরা এতে অংশ নিচ্ছেন। ইতিমধ্যে জেলায় ১০০ দেশি ও বিদেশি জামাত মানুষের মাঝে দ্বীনের কাজ করছে। এই ইজতেমা থেকে কমপক্ষে ১০০ জামাত নগদে চিল্লায় বের হবে। প্রতিদিন আমবয়ান, ৬ ওসুল নিয়ে আলোচনা এবং চিল্লায় যাওয়ার বিষয়ে নাম লেখানোসহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

 

ঢাকা থেকে আগত তাবলিগ জামাতের মুরব্বিরা কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান রাখছেন। আগামী শনিবার জোহর নামাজের আগে এই জেলা ইজতেমার সমাপ্তি হবে। মুসল্লিদের নিরাপত্তা রক্ষায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন অনেকেই এবং জেলা পুলিশের পক্ষ থেকে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

 

 

ইজতেমা প্রাঙ্গণে ২০০টিরও বেশি শৌচাগার, ৩৫০টিরও বেশি প্রস্রাবখানা, গোসলখানা এবং অজুখানা স্থাপন করা হয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসান জানান, সার্বিক নিরাপত্তার জন্য কয়েক স্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া, মুসল্লিদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য বিভাগের অস্থায়ী ক্যাম্পও বসানো হয়েছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

কালুখালীতে কথিত বিএনপি নেতার নামে চাঁদাবাজির অভিযোগ

error: Content is protected !!

কুষ্টিয়ায় জামাতের ইজতেমা মাঠে দ্বিতীয় দিনে হাজার হাজার মুসল্লি

আপডেট টাইম : ১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :

কুষ্টিয়া শহরে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমার আজ দ্বিতীয় দিন। বৃহস্পতিবার ভোরে ফজর নামাজের পর থেকে কার্যক্রম শুরু হয়েছে। আগামী শনিবার জোহর নামাজের আগে এই ইজতেমার সমাপ্তি ঘটবে।

 

জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসল্লি ইজতেমাস্থলে যোগ দিয়েছেন। কুষ্টিয়া শহরের হাউজিং ই-ব্লকে বিশাল তাঁবু টানিয়ে মুসল্লিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। মাসখানেক আগে থেকেই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

ইজতেমারি মাঠের প্রস্তুতির দায়িত্বে থাকা হাজি রফিকুল ইসলাম জানান, মাঠের চারপাশে ড্রেনেজ ব্যবস্থা থাকায় প্রস্তুতির কাজ সহজ হয়েছে। এক মাস আগে থেকে দ্বীনি ভাইয়েরা স্বেচ্ছাশ্রম দিয়ে কাজ করছেন। ১২ স্থানে বোরিং করে পানির পাম্প বসানো হয়েছে, এবং বিদ্যুৎ বিভাগের সাহায্যে বিদ্যুৎ-সংযোগ নেওয়া হয়েছে। মাঠের চারপাশে নিজস্ব পানি সরবরাহ ব্যবস্থা এবং কয়েক শ পায়খানা ও প্রস্রাবখানা তৈরি করা হয়েছে।

 

তিনি আরও জানান, ঢাকার ইজতেমার প্রস্তুতি হিসেবে এই আয়োজন করা হয়েছে। জেলার ৬টি উপজেলার তাবলিগের সাথি ভাইয়েরা এতে অংশ নিচ্ছেন। ইতিমধ্যে জেলায় ১০০ দেশি ও বিদেশি জামাত মানুষের মাঝে দ্বীনের কাজ করছে। এই ইজতেমা থেকে কমপক্ষে ১০০ জামাত নগদে চিল্লায় বের হবে। প্রতিদিন আমবয়ান, ৬ ওসুল নিয়ে আলোচনা এবং চিল্লায় যাওয়ার বিষয়ে নাম লেখানোসহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

 

ঢাকা থেকে আগত তাবলিগ জামাতের মুরব্বিরা কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান রাখছেন। আগামী শনিবার জোহর নামাজের আগে এই জেলা ইজতেমার সমাপ্তি হবে। মুসল্লিদের নিরাপত্তা রক্ষায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন অনেকেই এবং জেলা পুলিশের পক্ষ থেকে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

 

 

ইজতেমা প্রাঙ্গণে ২০০টিরও বেশি শৌচাগার, ৩৫০টিরও বেশি প্রস্রাবখানা, গোসলখানা এবং অজুখানা স্থাপন করা হয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসান জানান, সার্বিক নিরাপত্তার জন্য কয়েক স্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া, মুসল্লিদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য বিভাগের অস্থায়ী ক্যাম্পও বসানো হয়েছে।


প্রিন্ট