ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামে ৪—৫ হাজার বিক্ষুব্ধ জনতা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরসহ তার পরিবারের ৫টি বাড়িতে এ হামলা চালায়।
এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। সরেজমিন ও থানা সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর মানবতা বিরোধী মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদের সাক্ষী ছিলেন। তার সাক্ষ্যের ভিত্তিতে আজাদের ফাঁসির রায় হয়। এর পর থেকে আওয়ামী লীগের চেয়ারম্যান ও তার ভাই এলাকার নিয়ন্ত্রণ বজায় রাখতে থাকেন। দীর্ঘদিনের ক্ষোভ থেকেই বিক্ষুব্ধ জনতা এ অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে।
ঘটনার সময় মান্নান মাতুব্বর ও তার পরিবারের সদস্যরা পালিয়ে নিজেদের রক্ষা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান চৌধুরী জানিয়েছেন, পরিস্থিতি শান্ত করা হয়েছে এবং বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ ছুটিতে থাকায় তদন্ত কর্মকর্তা মজিবর রহমান মন্তব্য করেছেন, “আমি কিছু জানি না, যা পারেন লেখেন।”
প্রিন্ট