ঢাকা , মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় ৪০ দেশি শালিক পাখি উদ্ধার Logo অনিয়ম-দুর্নীতির সত্যতা পেলো দুদকঃ হাতের টানে উঠে যাচ্ছে রাস্তার ঢালাইয়ের পিচ Logo e-Paper-13.05.2025 Logo লালপুরের গোপালপুরে রেলগেটম্যানকে মারধরের ঘটনায় মামলা Logo লালপুরে নারী সহকর্মীর অন্তরঙ্গ ভিডিও ফাঁসের ঘটনায় গ্রেফতার সিডিএ কর্মকর্তা বরখাস্ত Logo নলছিটিতে এক দশকের ভোগান্তি শেষে শুরু হলো রাস্তায় ইউনিব্লক নির্মাণ Logo বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান Logo চরভদ্রাসনে ভুবনেশ্বর নদ পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ Logo আমাদের রবীন্দ্র চর্চা বাড়াতে হবেঃ অর্দ্ধেন্দু প্রসাদ বন্দ্যোপাধ্যায় Logo শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবেঃ -অধ্যাপক শহীদুল ইসলাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • ১৯১ বার পঠিত

যুদ্ধবিধ্বস্ত লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

 

বৈরুতে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যেই দেশে ফিরতে আগ্রহীদের তালিকা তৈরির কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, প্রায় এক হাজার প্রবাসী দেশে ফিরতে আগ্রহী।

 

আজ বুধবার দূতাবাস একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

 

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব প্রবাসী দেশে ফিরতে ইচ্ছুক নন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার দেশে ফিরতে আগ্রহীদের নিরাপদে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে।

 

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, “লেবানন থেকে যারা ফিরে আসতে চান, তাদের তালিকা করতে বলা হয়েছে। তাদের (প্রবাসীদের) বলেছি, ওয়ার জোন থেকে যেন একটু উত্তরে সরে যান। আমরা আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) অনুরোধ করেছি, যেন তারা ফ্লাইটের ব্যবস্থা করে দিতে পারে।”

 

দেশে ফিরতে আগ্রহীদের প্রাথমিক তথ্য সংগ্রহের জন্য দূতাবাসের ফেসবুকে একটি ফরম দেওয়া হয়েছে। ফরম পূরণ করে আগামী ১১ অক্টোবরের মধ্যে বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্র অথবা বৈরুতের দাওরায় ইসমাঈলের দোকানে জমা দেওয়া যাবে, অথবা [email protected] এ পাঠানো যাবে।

 

লেবাননে বর্তমানে প্রায় এক লাখ বাংলাদেশি আছেন। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার কারণে অন্তত ৩ হাজার প্রবাসী বাংলাদেশি বাস্তুচ্যুত হয়েছেন। তারা বর্তমানে লেবাননে বাংলাদেশ দূতাবাস ও দাতব্য সংস্থা পরিচালিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

কুষ্টিয়ায় ৪০ দেশি শালিক পাখি উদ্ধার

error: Content is protected !!

লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ

আপডেট টাইম : ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
ডেস্ক রিপোর্ট :

যুদ্ধবিধ্বস্ত লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

 

বৈরুতে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যেই দেশে ফিরতে আগ্রহীদের তালিকা তৈরির কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, প্রায় এক হাজার প্রবাসী দেশে ফিরতে আগ্রহী।

 

আজ বুধবার দূতাবাস একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

 

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব প্রবাসী দেশে ফিরতে ইচ্ছুক নন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার দেশে ফিরতে আগ্রহীদের নিরাপদে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে।

 

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, “লেবানন থেকে যারা ফিরে আসতে চান, তাদের তালিকা করতে বলা হয়েছে। তাদের (প্রবাসীদের) বলেছি, ওয়ার জোন থেকে যেন একটু উত্তরে সরে যান। আমরা আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) অনুরোধ করেছি, যেন তারা ফ্লাইটের ব্যবস্থা করে দিতে পারে।”

 

দেশে ফিরতে আগ্রহীদের প্রাথমিক তথ্য সংগ্রহের জন্য দূতাবাসের ফেসবুকে একটি ফরম দেওয়া হয়েছে। ফরম পূরণ করে আগামী ১১ অক্টোবরের মধ্যে বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্র অথবা বৈরুতের দাওরায় ইসমাঈলের দোকানে জমা দেওয়া যাবে, অথবা [email protected] এ পাঠানো যাবে।

 

লেবাননে বর্তমানে প্রায় এক লাখ বাংলাদেশি আছেন। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার কারণে অন্তত ৩ হাজার প্রবাসী বাংলাদেশি বাস্তুচ্যুত হয়েছেন। তারা বর্তমানে লেবাননে বাংলাদেশ দূতাবাস ও দাতব্য সংস্থা পরিচালিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।


প্রিন্ট