যুদ্ধবিধ্বস্ত লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বৈরুতে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যেই দেশে ফিরতে আগ্রহীদের তালিকা তৈরির কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, প্রায় এক হাজার প্রবাসী দেশে ফিরতে আগ্রহী।
আজ বুধবার দূতাবাস একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব প্রবাসী দেশে ফিরতে ইচ্ছুক নন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার দেশে ফিরতে আগ্রহীদের নিরাপদে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, "লেবানন থেকে যারা ফিরে আসতে চান, তাদের তালিকা করতে বলা হয়েছে। তাদের (প্রবাসীদের) বলেছি, ওয়ার জোন থেকে যেন একটু উত্তরে সরে যান। আমরা আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) অনুরোধ করেছি, যেন তারা ফ্লাইটের ব্যবস্থা করে দিতে পারে।"
দেশে ফিরতে আগ্রহীদের প্রাথমিক তথ্য সংগ্রহের জন্য দূতাবাসের ফেসবুকে একটি ফরম দেওয়া হয়েছে। ফরম পূরণ করে আগামী ১১ অক্টোবরের মধ্যে বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্র অথবা বৈরুতের দাওরায় ইসমাঈলের দোকানে জমা দেওয়া যাবে, অথবা [email protected] এ পাঠানো যাবে।
লেবাননে বর্তমানে প্রায় এক লাখ বাংলাদেশি আছেন। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার কারণে অন্তত ৩ হাজার প্রবাসী বাংলাদেশি বাস্তুচ্যুত হয়েছেন। তারা বর্তমানে লেবাননে বাংলাদেশ দূতাবাস ও দাতব্য সংস্থা পরিচালিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।