মানিক কুমার দাসঃ
আলিপুর যুব সমাজ আয়োজিত টি ,১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ শুক্রবার বিকেলে আলিপুরের প্রজেক্ট মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে কুষ্টিয়ার এএমসি ইঞ্জিনিয়ারিং লিমিটেড দল ৭ উইকেটে রাজবাড়ীর সুজন মালিক স্পোটিং ক্লাবকে দলকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের যুগ্ম আহবায়ক
চৌধুরী নায়াব ইউসুফ, বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী রাজনীতিবিদ ও সমাজসেবক ফারিয়ান ইউসুফ ।
এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ , এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । টুর্নামেন্টের আয়োজনের দায়িত্বে ছিলেন ছিলেন মাহমুদুল হাসান, মোহাম্মদ রিয়াদ, একরামুজ্জামান প্রতীক, মোঃ হামজা বারী, মোহাম্মদ মেহেদী , মোহাম্মদ টিটন মোহাম্মদ জহির প্রমূখ।
মোট ১৬ টি দলকে নিয়ে নক আউট পদ্ধতিতে গত ১৫ ই এপ্রিল হতে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল।
খেলার মধ্য বিরোধীর সময় ঢাকার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে ।
টুর্নামেন্ট শেষে বিজয়ী দলের গুল্টিকে ম্যান অব দ্যা ম্যাচ এবং রানার আপ রাজবাড়ী সুজন মালিক দলের ইকবাল কে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ঘোষণা করা হয়।
এদিকে খেলা আরম্ভ হওয়ার আগে থেকেই স্থানীয় এবং ফাইনালিস্ট উভয় দলের দর্শকবৃন্দ মাঠে আসতে শুরু করে। এদিন পুরুষ দর্শকদের পাশাপাশি মহিলা দর্শকদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। তাছাড়া খেলা উপলক্ষে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
খেলা শেষে অতিথিবৃন্দ সংক্ষিপ্ত তাদের বক্তব্য বলেন খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সঠিক পথে ধরে আনা সম্ভব। বক্তারা বলেন যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। আর তাই এখন থেকে নিয়মিত খেলা অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা বলেন ঠিকমতো খেলাধুলা না হবার কারণে বর্তমান যুবসমাজ ফেসবুকের দিকে ঝুঁকে পড়েছে মোবাইলের গেমের দিকে চোখে পড়ে এখান থেকে বেরিয়ে আসতে হবে। মানসিক উৎকর্ষের জন্য খেলাধুলা প্রয়োজন । খেলাধুলার বিকল্প নেই।
তাই খেলা উপভোগ করতে এখানকার পুরুষ দর্শকদের পাশাপাশি মহিলা দর্শকদের মাঠে আগমন কেউ স্বাগত জানান তারা। বক্তারা ফাইনালি দুই দলকে অভিনন্দন জানান আগামীতে যেকোনো আয়োজনে পাশে থাকার ব্যক্ত করেন ।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ৫০০০০ টাকা ও ট্রফি এবং রানার দলকে ৩০০০০ টাকা ও ট্রফি প্রদান করা হয়। এছাড়া খেলা পরিচালনাকারী দুই অ্যাম্পিয়ার মিলন শেখ ও নাজমুল ইসলাম এবং ধারাভাষ্যকার বাবুল হূসাইন কে ও শুভেচ্ছা প্রদান করা হয়।
প্রিন্ট