সোলায়মানঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর অন্যতম সংগঠক এবং ঢাকা মহানগর উত্তর শাখার নেতৃবৃন্দের অংশগ্রহণে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) নির্বাচনী এলাকায় টাঙ্গাইল নাগরপুরে ২৫ জুলাই শুক্রবার সকাল ১১ ঘটিকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ২৯ জুলাই টাঙ্গাইল সফরকে ঘিরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ওয়াহেদুজ্জামান সুমন এর নেতৃত্বে সকাল থেকে নাগরপুরে দিনব্যাপী লিফলেট বিতরণ ও জনসংযোগ কার্যক্রম পরিচালিত হয়।
গণসংযোগ যাত্রা শুরু হয় নাগরপুর যদুনাথ পাইলট স্কুল অ্যান্ড কলেজ শহিদ মিনার প্রাঙ্গণ থেকে। সেখান থেকে মিছিলটি নাগরপুর রিকশা স্ট্যান্ড, সরকারি কলেজ রোড, কাঁচা বাজার এবং তালতলা এলাকায় ঘুরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে। তালতলায় একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাধীন মাহবুব, সংগঠক, ঢাকা মহানগর উত্তর (এনসিপি), তৌফিক নিয়াজ, সংগঠক, খিলক্ষেত থানা, ঢাকা (এনসিপি), সরদার আশরাফ, সংগঠক, নাগরপুর উপজেলা (এনসিপি), মোহাম্মদ মোজাম্মেল হোসেন, সংগঠক, নাগরপুর উপজেলা (এনসিপি)
স্থানীয় জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, কর্মী ও বিপুল সংখ্যক সমর্থক।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা “জুলাই সনদ” বাস্তবায়ন, গণ পরিষদ নির্বাচন, বিচার ব্যবস্থার সংস্কার, জাতীয় ঐক্য গড়ে তোলা এবং জনগণের মৌলিক অধিকার আদায়ের ওপর গুরুত্বারোপ করেন।
জনগণের প্রত্যাশা ও অংশগ্রহণে প্রমাণিত হচ্ছে, টাঙ্গাইল-৬ আসনে জাতীয় নাগরিক পার্টির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ওয়াহেদুজ্জামান সুমনের নেতৃত্বে আগামী নির্বাচনে দলটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে স্থানীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রিন্ট