ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় শ্রমিক অধিকার, নিরাপত্তা ও প্রশিক্ষণ বিষয়ক মতবিনিময় Logo কুষ্টিয়ায় হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo ডিভোর্সী নারীকে বিয়ে নিয়ে দ্বন্দ্বঃ যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত Logo পাংশায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী বাবুল সরদার গ্রেফতার Logo শালিখায় বি.এন.পি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo ফরিদপুরে ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo মহম্মদপুরে শিক্ষক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত Logo বাগাতিপাড়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা Logo ফরিদপুরে বৈষম্য বিরোধী ‌ ছাত্র আন্দোলনের উদ্যোগ ‌ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত Logo UK parliamentarians engage in dialogue for a truth and reconciliation for Bangladesh’s future
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবের পর্দা উন্মোচন

কাশফুল ,নীলাকাশ আর সাদা মেঘের ভেলা জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনের । কৈলাস থেকে মর্ত্যে আগমন করবেন দেবী দুর্গা । দেবী দুর্গার আগমনে অশুভ শত্রুর বিনাশ আর জগতের শান্তি প্রতিষ্ঠা হবে । এ বিশ্বাস নিয়ে প্রতি বছরের মতো এবছরও দেশ জুড়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চলছে দেবী বন্দনার প্রস্তুতি ।

 

সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় পর্ব শারদীয় দুর্গোৎসবকে ঘিরে চলছে সাজ সাজ রব । মন্ডপ ও মন্দির গুলোতে এখন শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে । দুর্গোৎসবের প্রধান অনুসঙ্গ হলো দেবী দুর্গার প্রতিমা ।তাই উৎসব সামনে রেখে প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা । পূজা শুরুর আগেই মা দুর্গাকে তুলতে হবে মন্ডপে ।

 

প্রতিমা শিল্পীদের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন তাদের কারিগররাও । বিভিন্ন জায়গায় পাকা মন্দির গুলো রং আর কাপড়ের বাহারি সাজে সাজছে ।সংগীত ,নৃত্য ,আরতি ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকের মধ্য দিয়ে বর্ণিল উৎসব পালনের জন্য বিরামহীন প্রস্তুতি । ঢাকা ,চট্টগ্রামের মন্ডপগুলোর প্রতিমার মাটির কাজ এরই মধ্যে শেষ করে ফেলেছে । মূর্তি গড়া শেষে রং তুলির আচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিমা ।

চট্টগ্রাম পটিয়া হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদ পুজা মন্ডপের মৃৎ শিল্পী নিতাই পাল বলেন ” প্রতি বছরই আমরা অধীর আগ্রহে দেবী দুর্গার প্রতিমা তৈরীর কাজের অপেক্ষায় থাকি । শুধু মাত্র জীবিকার জন্যই নয় ।দেবী দুর্গার প্রতিমা তৈরীর সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের ধর্মীয় অনুভুতি ,ভক্তি আর ভালবাসা । দুর্গা মাকে মায়ের মতোই তৈরী করা হচ্ছে “।

 

বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের সূত্র মতে , এ বছর সারা দেশে পূজা মন্ডপের সংখ্যা ৩২,৬৬৬ টি । সারা দেশের মধ্যে সবচেয়ে বেশী পূজা মন্ডপ চট্টগ্রামে ২,৪৮৩ টি । এবার ঢাকা মহানগরীতে পূজা মন্ডপের সংখ্যা ২৫৩ এবং চট্টগ্রাম মহানগরীতে ২৯২ টি ।

৮ অক্টোবর সন্ধ্যায় বোধনের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা ।পূজা শুরুর আগে সন্ধ্যায় বেল শাখায় দেবীর বোধন এক অত্যাবশকীয় আচার । শারদীয় এ উৎসবে বোধনের বিশেষ উল্লেখতা রয়েছে । পুরান অনুসারে ,ভগবান রাম চন্দ্র শরৎকালে রাক্ষস রাজ রাবনকে বধ করার উদ্দেশ্য দুর্গা পূজা করেন ।তিনি অকালে এই বোধন করেছিলেন বলে একে অকাল বোধনও বলা হয় । এ বছর দোলায় চরে দেবী দুর্গা মর্ত্য লোকে পদার্পণ করবেন । ০৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গা পূজার মূল আনুষ্টানিকতা ।পূজা চলবে ৫ দিন । ১৩ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।

 

 

শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট উপদেষ্টা । শারদীয় দুর্গোৎসবের মধ্য দিয়ে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো দৃড় হবে .এমনটাই সবার প্রত্যাশা ।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শ্রমিক অধিকার, নিরাপত্তা ও প্রশিক্ষণ বিষয়ক মতবিনিময়

error: Content is protected !!

রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবের পর্দা উন্মোচন

আপডেট টাইম : ০১:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

কাশফুল ,নীলাকাশ আর সাদা মেঘের ভেলা জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনের । কৈলাস থেকে মর্ত্যে আগমন করবেন দেবী দুর্গা । দেবী দুর্গার আগমনে অশুভ শত্রুর বিনাশ আর জগতের শান্তি প্রতিষ্ঠা হবে । এ বিশ্বাস নিয়ে প্রতি বছরের মতো এবছরও দেশ জুড়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চলছে দেবী বন্দনার প্রস্তুতি ।

 

সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় পর্ব শারদীয় দুর্গোৎসবকে ঘিরে চলছে সাজ সাজ রব । মন্ডপ ও মন্দির গুলোতে এখন শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে । দুর্গোৎসবের প্রধান অনুসঙ্গ হলো দেবী দুর্গার প্রতিমা ।তাই উৎসব সামনে রেখে প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা । পূজা শুরুর আগেই মা দুর্গাকে তুলতে হবে মন্ডপে ।

 

প্রতিমা শিল্পীদের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন তাদের কারিগররাও । বিভিন্ন জায়গায় পাকা মন্দির গুলো রং আর কাপড়ের বাহারি সাজে সাজছে ।সংগীত ,নৃত্য ,আরতি ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকের মধ্য দিয়ে বর্ণিল উৎসব পালনের জন্য বিরামহীন প্রস্তুতি । ঢাকা ,চট্টগ্রামের মন্ডপগুলোর প্রতিমার মাটির কাজ এরই মধ্যে শেষ করে ফেলেছে । মূর্তি গড়া শেষে রং তুলির আচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিমা ।

চট্টগ্রাম পটিয়া হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদ পুজা মন্ডপের মৃৎ শিল্পী নিতাই পাল বলেন ” প্রতি বছরই আমরা অধীর আগ্রহে দেবী দুর্গার প্রতিমা তৈরীর কাজের অপেক্ষায় থাকি । শুধু মাত্র জীবিকার জন্যই নয় ।দেবী দুর্গার প্রতিমা তৈরীর সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের ধর্মীয় অনুভুতি ,ভক্তি আর ভালবাসা । দুর্গা মাকে মায়ের মতোই তৈরী করা হচ্ছে “।

 

বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের সূত্র মতে , এ বছর সারা দেশে পূজা মন্ডপের সংখ্যা ৩২,৬৬৬ টি । সারা দেশের মধ্যে সবচেয়ে বেশী পূজা মন্ডপ চট্টগ্রামে ২,৪৮৩ টি । এবার ঢাকা মহানগরীতে পূজা মন্ডপের সংখ্যা ২৫৩ এবং চট্টগ্রাম মহানগরীতে ২৯২ টি ।

৮ অক্টোবর সন্ধ্যায় বোধনের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা ।পূজা শুরুর আগে সন্ধ্যায় বেল শাখায় দেবীর বোধন এক অত্যাবশকীয় আচার । শারদীয় এ উৎসবে বোধনের বিশেষ উল্লেখতা রয়েছে । পুরান অনুসারে ,ভগবান রাম চন্দ্র শরৎকালে রাক্ষস রাজ রাবনকে বধ করার উদ্দেশ্য দুর্গা পূজা করেন ।তিনি অকালে এই বোধন করেছিলেন বলে একে অকাল বোধনও বলা হয় । এ বছর দোলায় চরে দেবী দুর্গা মর্ত্য লোকে পদার্পণ করবেন । ০৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গা পূজার মূল আনুষ্টানিকতা ।পূজা চলবে ৫ দিন । ১৩ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।

 

 

শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট উপদেষ্টা । শারদীয় দুর্গোৎসবের মধ্য দিয়ে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো দৃড় হবে .এমনটাই সবার প্রত্যাশা ।


প্রিন্ট