কাশফুল ,নীলাকাশ আর সাদা মেঘের ভেলা জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনের । কৈলাস থেকে মর্ত্যে আগমন করবেন দেবী দুর্গা । দেবী দুর্গার আগমনে অশুভ শত্রুর বিনাশ আর জগতের শান্তি প্রতিষ্ঠা হবে । এ বিশ্বাস নিয়ে প্রতি বছরের মতো এবছরও দেশ জুড়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চলছে দেবী বন্দনার প্রস্তুতি ।
সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় পর্ব শারদীয় দুর্গোৎসবকে ঘিরে চলছে সাজ সাজ রব । মন্ডপ ও মন্দির গুলোতে এখন শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে । দুর্গোৎসবের প্রধান অনুসঙ্গ হলো দেবী দুর্গার প্রতিমা ।তাই উৎসব সামনে রেখে প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা । পূজা শুরুর আগেই মা দুর্গাকে তুলতে হবে মন্ডপে ।
প্রতিমা শিল্পীদের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন তাদের কারিগররাও । বিভিন্ন জায়গায় পাকা মন্দির গুলো রং আর কাপড়ের বাহারি সাজে সাজছে ।সংগীত ,নৃত্য ,আরতি ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকের মধ্য দিয়ে বর্ণিল উৎসব পালনের জন্য বিরামহীন প্রস্তুতি । ঢাকা ,চট্টগ্রামের মন্ডপগুলোর প্রতিমার মাটির কাজ এরই মধ্যে শেষ করে ফেলেছে । মূর্তি গড়া শেষে রং তুলির আচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিমা ।
চট্টগ্রাম পটিয়া হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদ পুজা মন্ডপের মৃৎ শিল্পী নিতাই পাল বলেন ” প্রতি বছরই আমরা অধীর আগ্রহে দেবী দুর্গার প্রতিমা তৈরীর কাজের অপেক্ষায় থাকি । শুধু মাত্র জীবিকার জন্যই নয় ।দেবী দুর্গার প্রতিমা তৈরীর সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের ধর্মীয় অনুভুতি ,ভক্তি আর ভালবাসা । দুর্গা মাকে মায়ের মতোই তৈরী করা হচ্ছে "।
বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের সূত্র মতে , এ বছর সারা দেশে পূজা মন্ডপের সংখ্যা ৩২,৬৬৬ টি । সারা দেশের মধ্যে সবচেয়ে বেশী পূজা মন্ডপ চট্টগ্রামে ২,৪৮৩ টি । এবার ঢাকা মহানগরীতে পূজা মন্ডপের সংখ্যা ২৫৩ এবং চট্টগ্রাম মহানগরীতে ২৯২ টি ।
৮ অক্টোবর সন্ধ্যায় বোধনের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা ।পূজা শুরুর আগে সন্ধ্যায় বেল শাখায় দেবীর বোধন এক অত্যাবশকীয় আচার । শারদীয় এ উৎসবে বোধনের বিশেষ উল্লেখতা রয়েছে । পুরান অনুসারে ,ভগবান রাম চন্দ্র শরৎকালে রাক্ষস রাজ রাবনকে বধ করার উদ্দেশ্য দুর্গা পূজা করেন ।তিনি অকালে এই বোধন করেছিলেন বলে একে অকাল বোধনও বলা হয় । এ বছর দোলায় চরে দেবী দুর্গা মর্ত্য লোকে পদার্পণ করবেন । ০৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গা পূজার মূল আনুষ্টানিকতা ।পূজা চলবে ৫ দিন । ১৩ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।
শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট উপদেষ্টা । শারদীয় দুর্গোৎসবের মধ্য দিয়ে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরো দৃড় হবে .এমনটাই সবার প্রত্যাশা ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha